কলকাতা: সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-এর ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর মামলায় নতুন মোড়। সদ্য সুশান্ত সিংহ রাজপুতের মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সদ্যই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি। সপরিবারে মন্দিরেও ছুটে গিয়েছিলেন পুজো দেওয়ার জন্য। এতদিন তো তাঁকে কম অপমান সহ্য করতে হয়নি। শুনতে হয়েছে ডাইনি অপবাদ ও। সেই অপবাদ থেকে মুক্তি পেয়েছিলেন রিয়া। তবে ফের তাঁর নামে মামলা দায়ের হল। একা রিয়া চক্রবর্তীই নন, উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, দিনো মোরিয়া, সুরজ পাঞ্চোলি, পরমবীর সিংহ, শচীন ভাজে-সহ একাধিক ব্যক্তির নামে অভিযোগ দায়ের করলেন সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের বাবা। 


সুশান্তের মতোই, দিশা সালিয়ানের মৃত্যুও রহস্যাবৃত। সুশান্তের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই মৃত্যু হয় তাঁর ম্যানেজার দিশার। এই ঘটনায় দিশার বাবা সতীশ সালিয়ান এবং তাঁর আইনজীবী নীলেশ ওঝা মঙ্গলবার মুম্বই পুলিশ কমিশনারের অফিসে জয়েন্ট সিপির সঙ্গে দেখা করেন। একটি এফ আই আরও দায়ের করা হয়েছে যেখানে এই ব্য়ক্তিদের নাম ছিল। দিশার বাবার মতে, দিশা আত্মহত্যা করেননি। করলে তাঁর আশেপাশে রক্ত ছিটনো থাকত। তাঁর শরীরে রক্ত জমে যাওয়ারও কথা। কিন্তু এগুলির মধ্যে কোনোটাই ঘটেনি। দিশার বাবার দৃঢ় বিশ্বাস, যাদের নামে FIR করা হয়েছে তাঁরা প্রত্যেকেই কোনও না কোনও ভাবে দিশার মৃত্যুর সঙ্গে জড়িত। 


২০২০ সালের জুন মাসে মৃত্যু হয় সুশান্তের। একই মাসে মারা যান সুশান্তের ম্যানেজার দিশাও। জানা গিয়েছিল একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। দিশার বাবার অভিযোগ, অত উঁচু থেকে পড়লে মাথার খুলি ফেটে চৌচির হয়ে যাওয়ার কথা। কিন্তু তা হয়নি। নাক মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। সেটাও হয়নি। মৃতদেহ যেখানে পড়েছিল, সেখানে রক্ত জমে থাকার কথা ছিল। তাও পাওয়া যায়নি। অতএব দিশার বাবার দৃঢ় বিশ্বাস, তাঁর মেয়ের মৃত্যু আদৌ আত্মহত্যা নয়। 


অন্যদিকে সদ্য একটি শো-তে এসে রিয়া দাবি করেছিলেন, জেলে যে সমস্ত মহিলারা থাকেন, তাঁদের মধ্যে অধিকাংশই নির্দোষ। এই মামলায় রিয়াকে নতুন করে আলাদতে ডাকা হয় কি না, বা উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে, দিনো মোরিয়া, সুরজ পাঞ্চোলি, পরমবীর সিংহ, শচীন ভাজেদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ নেওয়া হয় এখন সেটাই দেখার।