কলকাতা: রুপোলি পর্দার সঙ্গে তাঁর পরিচয় এক্কেবারে ছোটবেলা থেকে। বয়সের সঙ্গে সঙ্গে, বিভিন্ন চরিত্রে অভিনয় করে তিনি চিনিয়েছেন নিজের অভিনয়ের জাত। তবে এর পাশাপাশি, আরও গুণ রয়েছে এই অভিনেত্রীর! রঙ তুলিতে, নিজের অনুভূতি প্রকাশ করতে ভালবাসেন নায়িকা। নিজের অনুভূতির সেই ছবি ক্যানভাসই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)।
সোশ্যাল মিডিয়ায় সদ্য নিজের ক্যানভাসের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। রঙ-তুলিতে তিনি কখনও ফুটিয়ে তুলেছেন পাইনের বন, নদী ও অস্ত যাওয়া সূর্যের ছবি। কখনও আবার একটি মেয়ের অবয়ব যার মাথার মধ্যে রয়েছে গোটা বিশ্ব-ব্রহ্মান্ড। ক্যাপশনে দিতিপ্রিয়া লিখেছেন, 'আমি ক্যানভাসের ওপর রঙ দিয়ে রক্তপাত করি।' দিতিপ্রিয়ার এই ছবিতে প্রশংসা করেছেন টলিউডের অনেকেই।
টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা দিতিপ্রিয়া। সদ্য, মহালয়ায় দিতিপ্রিয়াকে পার্বতীরূপে দেখা গিয়েছিল। সেখানে প্রশংসিত হয়েছিল দিতিপ্রিয়ার পারফরমেন্স। সামনেই আরও ২টো নতুন ওয়েব সিরিজে কাজ করার কথা দিতিপ্রিয়ার। একটি 'আবার রাজনীতি' অন্যটি 'ডাকঘর ২'। হইচইয়ের জনপ্রিয় এই দুই ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা যাবে দিতিপ্রিয়াকে। অভিনেত্রী দীর্ঘ একটা সময় ধরে ধারাবাহিকে রানি রাসমণির চরিত্রে অভিনয় করেছেন।
সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজের বিভিন্ন চরিত্রে অভিনয় নিয়ে তিনি বলেছিলেন, 'মানুষ যখন ছোটপর্দায় আমায় দেখতেন, তখন প্রায় ৫ বছর ধরে আমি রানি রাসমণির ইমেজ বজায় রেখেই চলেছি। এমনকি ব্যক্তিগত জীবনেও। এখন আমি রানি রাসমণি নই, দিতিপ্রিয়া। এখন আমি বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরবই। সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। কে কি বলল তাতে আমার খুব একটা যায় আসে না। চরিত্রের প্রয়োজনে আমায় অনেক কিছুই করতে হতে পারে। সেটা চরিত্রের জন্য বা চিত্রনাট্যের প্রয়োজন হলে আমি করব।'