কলকাতা: ট্রেলার দেখতে দেখতে যেন প্রথমটা মনে হয়.. এ যেন সেই 'পোস্টমাস্টার'-র (Post Master) গল্প। অথবা হিন্দি ওয়েব সিরিজ (Hindi Web Series) 'পঞ্চায়েত'-এর (Panchayat) ছোঁয়া! হইচই (Hoichoi) এর নতুন ওয়েব সিরিজ 'ডাকঘর' (Daak Ghar)-এ যেন মিলে মিশে গেল সব গল্প।                                                                                                                                                             


সিরিজের নাম 'ডাকঘর' (Daak Ghor)। নতুন এই জুটির প্রেমের সূত্র কী তবে জড়িয়ে রয়েছে চিঠির ভাঁজে? সেই উত্তর মিলবে সিরিজে। ইতিমধ্যেই শ্যুটিং সারা হয়ে গিয়েছে। ট্রেলারেই বোঝা যায়, গল্পের নায়িকা মঞ্জুরী আর নায়ক, দামোদর। এক বন্ধ পোস্ট অফিসে হঠাৎ আগমন হয় এক পোস্টমাস্টারের। ভাঙা আসবাব, ধুলোমাখা ঘরেই আস্তে আস্তে একার সংসার গুছিয়ে নেয় সে। আলাপ হয় মঞ্জুরীর সঙ্গে। তৈরি হয় এক নতুন সমীকরণ।


দামোদরের জন্য রান্না করে নিয়ে আসেন মঞ্জুরী। গ্রামের মেঠো পথ ধরে এগিয়ে চলে তাঁদের প্রেম। কিন্তু হঠাৎ সবকিছু বদলে দেয় একটা চিঠি। একটা চিঠি পেয়ে হঠাৎ সব ছেড়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় দামোদর। কিছুটা পোস্টমাস্টারের মতোই। তারপর? কী হবে দামোদর আর মঞ্জুরীর প্রেমের? উত্তর মিলবে ২৪ তারিখেই। 


আরও পড়ুন: Sidharth Kiara New Home: সিদ্ধার্থ-কিয়ারার নতুন বিলাসবহুল বাড়িটি দেখেছেন?


মঞ্জুরী হিসেবে দিতিপ্রিয়ার লুক মনে করাবে তাঁর ছবি 'আয় খুকু আয়'-এর লুককে। সালোয়ার কামিজ, ছোট্ট টিপ, চুলের বিনুনিতে দিতিপ্রিয়া যেন আশির দশকের অষ্টাদশী। সুহোত্রর পোস্টমাস্টারের পোশাক আর লুকেও রয়েছে পুরনো ধাঁচ আর চমক। গ্রামের মেঠো পথ দিয়ে সাইকেল চালানো, চোখে চোখে প্রেমের ঝলক.. ডাকঘরের প্রথম টিজার যেন আমাদের নিয়ে যায় সাহিত্যের জগতে। ঠিক যেমনটা আমরা পড়ি বইয়ের পাতায়। সদ্য মুক্তি পাওয়া টিজারের আবহে 'ভেঙ্গে মোর ঘরের চাবি' গানের ব্যবহার যেন অন্য মাত্রা দিয়েছে এই প্রেমের গল্পকে।