বহুত্ববাদ সময়ের চাহিদা, বললেন প্রিয়ঙ্কা চোপড়া
Web Desk, ABP Ananda | 11 Jan 2017 08:09 PM (IST)
নয়াদিল্লি: হলিউডে শুধু এশিয়ানই নয়, বিশ্বের সব জাতিরই প্রতিনিধি থাকা দরকার। বিশ্ব বিনোদন জগতে বহুত্ববাদ সময়ের চাহিদা। এমনই মন্তব্য করলেন হলিউডে ভারতের সফলতম নায়িকা প্রিয়ঙ্কা চোপড়া। বলিউডের মূলধারার ছবির প্রথম নায়িকা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন অনুষ্ঠান ‘কোয়ান্টিকো’-তে সফলভাবে অভিনয় করেন প্রিয়ঙ্কা। মুক্তি পেতে চলা ছবি ‘বেওয়াচ’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই ভারতীয় অভিনেত্রী। বলিউডের পাশাপাশি হলিউডেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। প্রিয়ঙ্কা বলেছেন, ‘আমাকে দিয়েই মার্কিন টেলিভিশন শোয়ে ভারতের প্রতিনিধিত্ব শুরু হয়েছে। আমার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের টিভি শো বা চলচ্চিত্রে কোনও ভারতীয় অভিনেতা-অভিনেত্রী প্রধান ভূমিকায় অভিনয় করেননি। এতে আমি খুব খুশি।’ প্রিয়ঙ্কার মতে, বলিউডের মতো হলিউডেও নায়িকারা নায়কদের সমান পরিশ্রম করে কম পারিশ্রমিক পান। এই মনোভাবের বদল দরকার।