মুম্বই: ঠিক এক সপ্তাহ আগে মিউজিক ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ ও দুই মিউজিক কোম্পানির একচ্ছত্র শাসন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সোনু নিগম। তিনি অভিযোগ করেন মুম্বইয়ের সঙ্গীত জগতকে নিয়ন্ত্রণ করে দুটি শিবির। এদের অঙ্গুলি হেলনেই বহু গায়কের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়, অভিযোগ তোলেন সোনু। এরপর সোনুর সুরেই গলা মেলান ইন্ডাস্ট্রির একের পর এক ব্যক্তিত্ব।

এবার সোনুর পোস্টের পাল্টা জবাব এল টি-সিরিজ শিবির থেকে। শুধু ইন্ডাস্ট্রির স্বজনপোষণ বিতর্কেই থেমে থাকলেন না, সোনুর সঙ্গে অন্ধকার জগতের যোগাযোগ ছিল বলে দাবি করলেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমারের স্ত্রী দিব্যা খোসলা। বললেন, 'সোনু নিগমের সঙ্গে আবু সালেমের যোগ ছিল।' পাশাপাশি সোনুকে 'অকৃতজ্ঞ' বলেও কটাক্ষ করেন দিব্যা।



নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে দিব্যা সোনুকে 'অকৃতজ্ঞ' বলে আক্রমণ করেন। দেশের অন্যতম জনপ্রিয় গায়ক সোনুকে নিয়ে বিদ্যার দাবি, 'সোনু নিগম দিল্লির রামলীলা ময়দানে ৫টাকায় গান গাইতেন।'...সোনুর প্রতিভার দাম দিয়েছিলেন নাকি টি-সিরিজের প্রতিষ্ঠাতা, দিব্যার শ্বশুরমশাই গুলশন কুমার। সেই কথা ভুলে গিয়ে সোনু অকৃতজ্ঞতার প্রমাণ দিলেন, অভিযোগ দিব্যার।

দিব্যা বলেন, সোনু নিগম দাবি করেন, ভূষণ কুমার নাকি তাঁর কাছে গ্যাংস্টার আবু সালেমের থেকে বাঁচানোর জন্য অনুরোধ করেছিলেন। তবে কি ওই গ্যাংস্টারের সঙ্গে সোনুর কোনও সম্পর্ক রয়েছে? প্রশ্ন তোলেন তিনি।

সেই সঙ্গে নাম করে করে তিনি বলেন, কোন কোন নতুন গায়ক-গায়িকাকে সুযোগ দেয় টি-সিরিজ। বলেন নেহা কক্কর, হিমাংশ কোহলি, রকুলপ্রীত সিং, সঙ্গীত পরিচালক অর্ক-র মতো শিল্পীদের জায়গা করে দেয় টি-সিরিজ। দিব্যার প্রশ্ন, 'সোনু, আপনি তো বড় গায়ক, আপনি কত জন নবাগতকে সুযোগ করে দিয়েছেন?'