কলকাতা: বাঙালি অভিনেত্রী (Actress) ও পরিচালক (filmmaker) অপর্ণা সেনের (Aparna Sen) ওপর তৈরি তথ্যচিত্রকে বেছে নেওয়া হল 'রটার্ডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর (International Film Festival Rotterdam) ওয়ার্ল্ড প্রিমিয়ারের (world premier) জন্য। জানালেন তথ্যচিত্রের পরিচালক সুমন ঘোষ (Suman Ghosh)।


রটার্ডামের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে অপর্ণা সেনের ওপর তৈরি তথ্যচিত্র


২০১৯ সালে মুক্তি পায় 'দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান'। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের ওপর তৈরি এই তথ্যচিত্রের পরিচালকও ছিলেন সুমন ঘোষ। অপর্ণা সেনের ওপর তৈরি তথ্যচিত্র প্রসঙ্গে নতুন এই খবর ভাগ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। 


সোশ্যাল মিডিয়ায় এদিন পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচালক। পোস্ট করে লেখেন, 'খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে অপর্ণা সেনের ওপর তৈরি আমার তথ্যচিত্র - 'পরমা: এ জার্নি উইথ অপর্ণা সেন' - ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটার্ডামের ওয়ার্ল্ড প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছে।' তিনি এও জানান যে এই নির্বাচন তাঁর জন্য অত্যন্ত স্পেশাল। 


এদিন পোস্টে পরিচালক লেখেন, 'প্রথমত, যাঁকে আমি, একজন মানুষ ও পরিচালক, দুইভাবেই গভীরভাবে ভালবাসি এবং শ্রদ্ধা করি তাঁকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আনন্দ। এমন মানুষ বর্তমান পৃথিবীতে বিরল। ফলে আমি তাঁকে আরও জানতে চাই এবং তাঁর পৃথিবীতে নিমজ্জিত হতে চেয়েছি।' একইসঙ্গে তিনি আরও লেখেন, 'দ্বিতীয়ত, আমার ১৫ বছরের সিনেম্যাটিক সফরে আমি কোনওদিন রটার্ডামে পৌঁছতে পারিনি। আমি অন্য একাধিক প্রথম সারির চলচ্চিত্র উৎসবে গিয়েছি - কিন্তু সবসময়েই মনে করেছি যে রটার্ডামে পৌঁছনো বেশ শক্ত। এমন একটি শীর্ষস্থানীয় চলচ্চিত্র উৎসবে প্রবেশের মূল তৃপ্তি হল আমি হয়তো এমন কিছু তৈরি করতে পেরেছি যা সর্বজনীন হতে পারে। আমি আমার বিষয়কে এভাবেই দেখি।'


 






আরও পড়ুন: Salman Khan: 'পিছনে সরো সবাই', পাপারাৎজিদের ধমক, বাবা-মাকে গাড়িতে তুলতে গিয়ে 'বিরক্ত' সলমন


খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে সুমন ঘোষের 'কাবুলিওয়ালা', যেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের জনপ্রিয় ছোটগল্প থেকেই তৈরি এই ছবি। এর আগে ২০১৯ সালে তিনি তৈরি করেন 'বসু পরিবার', যেখানে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। ১৯৮৫ সালে অপর্ণা সেন 'পরমা' পরিচালনা করেছিলেন, রাখী গুলজার ও অন্যান্যদের নিয়ে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।