কলকাতা: তিনি নাকি একাকিত্বে ভুগছেন! কাজ নেই? নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাবতীয় জল্পনায় ইতি টানলেন নাট্যকর্মী-অভিনেত্রী ডলি বসু (Dolly Basu)। এই অভিনেত্রী জীবনকে দেখেন নিজের ধারায়, নিজের ছন্দে। ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেও তিনি নারাজ। তবে সোশ্যাল মিডিয়ায় হদিশ পাওয়া যায় তাঁর বিভিন্ন কাজের। কিন্তু, মঙ্গলবার সন্ধেয় তিনি যে পোস্টটা করলেন, তাকে কিছুটা ব্যক্তিগতই বলা চলে।
মঙ্গলবার সন্ধেয়, সোশ্যাল মিডিয়ায় ডলি বসু পোস্ট করেন, 'আমি একাকিত্বে ভুগছি শুনে হাসব না কাঁদব? বাচ্চাদের নিয়ে থিয়েটারের কাজ করছি। খুব আনন্দেই রয়েছি। সবাইকে ধন্যবাদ।' ডলি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন নাটকের মঞ্চ থেকেই। তাঁর নাটকের দলও রয়েছে। প্রথমে অভিনয়, নাটকের দল গঠন করেছিলেন ডলি। এরপরে অবশ্য তিনি বড়পর্দা ও ধারাবাহিকেও অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পান। তবে বর্তমানে নিয়মিত ধারাবাহিকে কাজ না করে ডলি ফের ব্যস্ত হয়ে পড়েছেন মঞ্চের কাজ নিয়ে।
মঙ্গলবারের পোস্টের কারণ সোশ্য়াল মিডিয়ায় এক ব্যক্তির মন্তব্যেই খোলসা করে নেন ডলি। তিনি জানান, সম্প্রতি একটি ভিডিওকে তিনি দেখেছেন, দাবি করা হচ্ছে, ডলি বসু নাকি একাকিত্বে ভুগছেন। তাই লাইম-লাইট থেকে দূরে তিনি। এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে ডলি জানিয়েছেন, তিনি একেবারেই একাকিত্ব বা ব্যক্তিগত জীবন নিয়ে ভাবিত নন। জানপ্রাণ দিয়ে তিনি এখন নাটকের কাজ করছেন। এই পোস্টে অনেক রকম মন্তব্য করেছেন অনেকে। অনেক অনুরাগী লিখেছেন, 'আপনি যেভাবে সমাজের জন্য কাজ করেন, তা অতুলনীয়।
ডলি বসুর আরও একটি পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu)-র প্রাক্তন পুত্রবধূ। জ্যোতি বসু পুত্র চন্দনের সঙ্গে খুব অল্প বয়সে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। যদিও সেই সম্পর্কে বিচ্ছেদ হয়, আলাদা হয়ে যান ডলি ও চন্দন। এরপরে নিজের মতো করেই জীবনে চলেছেন ডলি। নিজের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রবধূর পরিচয় আর রাখতে চান না তিনি। তবে তাঁর নাম করলেই বারে বারেই ফিরে আসে এই পরিচয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।