কলকাতা: এবার নাচের মঞ্চে ভারতের অন্যতম সেরা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। দীপাবলির বিশেষ অনুষ্ঠানে 'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)-এর মঞ্চে হাজির হয়েছিলেন নৃত্যশিল্পী। খুদেদের পারফরম্যান্স দেখে তিনি মজলেন, প্রশংসাও করলেন মন খুলে।
'ডান্স ডান্স জুনিয়র' (Dance Dance Junior)-এর মঞ্চে বিচারক হিসেবে রয়েছেন, দেব (Dev), রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও মনামী ঘোষ (Monami Ghosh)। প্রত্যেকেই খুশি ডোনাকে তাঁদের পেয়ে। শুধু নাচ না, মেন্টরদের সঙ্গে খুনসুটিতেও মজলেন ডোনা। কথায় কথায় শোনালেন 'মহারাজদা' অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-র গল্পও। ডোনা জানালেন, মহারাজ নাকি ভাসান ডান্সে দারুণ পটু। আনন্দ হলেই নাকি ভাসান ডান্স করেন মহারাজ।
আরও পড়ুন: Amitabh Bachchan: 'অমিতাভজীর সঙ্গে কেরিয়ারের সেরা মুহূর্ত কাটিয়েছি', আবেগপ্রবণ পরিণীতি
কিছুদিন আগেই এই মঞ্চে হাজির হয়েছিলেন সৃজিলা। ধারাবাহিক 'মন ফাগুন' (Mon Phagun)-এ নায়িকার ভূমিকায় ছিলেন সৃজলা। দর্শকদের মন জয় করেছিলেন তিনি। ধারাবাহিক শেষ হলেও কখনও ফটোশ্যুট কখনও বই লেখা, খবরের শিরোনাম হামেশাই থাকে সৃজিলার দখলে।
সেই মঞ্চেরই এক খুদের বেলি ডান্স বেশ নাম করেছে। তার নাম অনুব্রত। খুদের সঙ্গে পাল্লা দিয়েই বেলি ডান্স করলেন সৃজিলা। আর নায়িকার সেই বেলি ডান্স দেখে বিচারকের আসনে থাকা দেব, মনামী ও রুক্মিণী চেয়ারের ওপর উঠে দাঁড়িয়ে পরলেন বাহবা দেওয়ার জন্য। 'মা শাহ আল্লা' গানের সঙ্গে সৃজলার সেই বেলি ডান্স কী মনে করিয়ে দিল বলিউড তারকা ক্যাটরিনা কইফ (Katrina Kaif)-কে?