সেলফি তোলার নামে জড়িয়ে ধরল ‘অনুরাগী’, ক্ষুব্ধ বিদ্যা
ABP Ananda, web desk | 15 Mar 2017 07:08 AM (IST)
মুম্বই: অনুরাগীদের সঙ্গে বলিউড অভিনেত্রী বিদ্যা বালন খুবই আন্তরিক ব্যবহার করেন। তাঁদের সঙ্গে কথাবার্তা বলার সময়ও বিদ্যার মনোভাব খুবই বন্ধুত্বপূর্ণ থাকে। কিন্তু কিছু অনুরাগী আবার তাঁদের প্রিয় তারকাদের সঙ্গে দেখা হলে সীমা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে বিদ্যাকে এর অনুরাগীর অভব্য আচরণের মুখে পড়তে হল। আগামী সিনেমা ‘বেগম জান’-এর প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন সিনেমার পরিচালক ও প্রযোজক।সেই সময় এক অনুরাগী এগিয়ে এসে বিদ্যার সঙ্গে সেলফি তুলতে দেওয়ার অনুরোধ করেন। ওই আবদারে রাজিও হন বিদ্যা। কিন্তু তারপর যা হল, তা খুবই ক্ষুব্ধ বিদ্যা। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, সেলফি তোলার সময় ওই ব্যক্তি বিদ্যাকে হঠাত্ই তাঁর কাঁধে হাত রেখে জড়িয়ে ধরেন। বিদ্যা সঙ্গে সঙ্গে বলেন, ‘এটা করবেন না।’তাঁর ম্যানেজারও ওই ব্যক্তিকে সতর্ক করেন। ওই ব্যক্তি প্রথমে হাত সরিয়ে নিলেও পরে ফের ক্যামেরা অন করে একই আচরণ করেন। বিদ্যা এ বার রীতিমতো রেগে যান। বলেন, ‘আপনি জানেন কী করছেন? এটা একেবারেই ঠিক নয়’। এর পরও ওই ব্যক্তি আরও সেলফি তোলার অনুরোধ জানালে বিদ্যা বলে ওঠেন, ‘অসম্ভব। আগে ঠিক মতো ব্যবহার করতে শিখুন।’ পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিদ্যা। তিনি বলেছেন, ‘কোনও অচেনা ব্যক্তি, সে তিনি মহিলাই হোন বা পুরুষ, আপনার কাঁধে হাত দেয়, তখন তো অস্বস্তি লাগেই। কারণ তিনি আপনার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ছেন। আমরা পাবলিক ফিগার, পাবলিক প্রপার্টি তো নই।’