কলকাতা: চিত্রনাট্য নিয়ে মতপার্থক্য নাকি শ্যুটিং-এ সময় দিতে সমস্যা। কারণ অজানা হলেও ফলটা স্পষ্ট। কর্ণ জোহরের 'দোস্তানা ২' ছবি থেকে বাদ পড়েছেন কার্তিক আরিয়ান। এমনই গুঞ্জন উঠেছে বলিউডে। আর এই প্রসঙ্গেই ফের একবার কর্ণ জোহরকে আক্রমণ শানালেন বলিউডের 'কুইন' কঙ্গনা রানওয়াত। সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে লিখলেন, 'কার্তিক আরিয়ানকে সুশান্ত সিং রাজপুতের মত গলায় দড়ি দিতে বাধ্য করবেন না।'
ধর্ম প্রোডাকশানের তরফ থেকে অবশ্য ট্যুইট করে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, 'দোস্তানা ২' চলা যাবতীয় গুঞ্জন নিয়ে মুখ না খোলার সিদ্ধান্ত নিয়েছেন কর্ণ জোহর। কোনও সিদ্ধান্ত নেওয়া হলে তা ঘোষণা করা হবে শীঘ্রই।'
সূত্রের খবর, ছবির চিত্রনাট্য নিয়ে সন্তুষ্ট নন কার্তিক এবং নির্মাতাদের সঙ্গে তা নিয়ে মতপার্থক্য দেখা দেয় কার্তিক আরিয়ানের। শ্যুটিংয়ের জন্য কার্তিকের সময় দিতেও কিছু সমস্যা হচ্ছিল বলে শোনা যাচ্ছিল। ছবির প্রযোজক কর্ণ জোহরের সঙ্গে নাকি তিক্ততা তৈরি হয়েছিল অভিনেতার। কার্তিক রাম মাধবনীর ‘ধামাকা’ ছবির কাজ আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়ায় নাকি অসন্তুষ্ট হয়েছিলেন প্রযোজক কর্ণ। আবার মুম্বইয়ের অন্য একটি সংবাদমাধ্যমে দাবি, একটি ছবিকে ঘিরেই চিড় ধরে কর্ণ-কার্তিক সম্পর্কে। শশাঙ্ক খৈতানের ‘যোদ্ধা’ ছবিতে কার্তিকের পরিবর্তে শাহিদ কপূরকে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে, মর্মাহত হন অভিনেতা। শোনা যায়, শাহিদ ছবিটি ছেড়ে দেওয়ার পরেও কার্তিককে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়নি।
গুঞ্জন উস্কে এবার এই প্রসঙ্গে ট্যুইট করলেন কঙ্গনা রানওয়াত। ধর্ম প্রোডাকশানের অফিসিয়াল স্টেটমেন্টটিকে রিট্যুইট করে কঙ্গনা লেখেন, ‘কার্তিক এতটা পথ নিজের যোগ্য়তায় পেরিয়ে এসেছে। ভবিষ্যতেও তাই করবে। নেপো গ্যাঙ ক্লাব, দয়া করে কার্তিককে ছেড়ে দিন। ওর পিছনে লেগো না। এমন পরিস্থিতি তৈরি করো না যাতে ও আত্মহত্যা করতে বাধ্য হয়। ঠিক যে ভাবে সুশান্তের সময়ে করেছিলেন’।
অপর একটি ট্যুইটে কার্তিক আরিয়ানকে পাশে থাকার বার্তাও দেন কঙ্গনা। কার্তিককে বাদ দেওয়ার পরে সেই ছবিতে তাঁর জায়গা কে নিচ্ছেন, সে কথা এখনও জানা যায়নি। তবে 'দোস্তানা ২' ছবিতে স্বাক্ষর করেছিলেন জাহ্নবী কপূর এবং টেলিভিশন অভিনেতা লক্ষ্য লালওয়ানি।