কলকাতা: 'বিগ বস'-এ সুযোগ করিয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা! এই বিষয়ে সদ্য মুখ খুলেছেন ড. অভিনীত গুপ্তা। তাঁর অভিযোগ, বিগ বস-এ সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল। অভিনীত ইতিমধ্যেই এই ঘটনার জন্য পুলিশে অভিযোগ জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডার্মাটোলজিস্ট (ত্বকের চিকিৎসক) ড. অভিনীত গুপ্তা এই ঘটনার কথা মুম্বই পুলিশকে জানিয়েছেন। তবে ঘটনাটি সদ্য নয়, এটি ২০২২ সালের ঘটনা। দীর্ঘদিন থেকে সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় 'বিগ বস' ভীষণ জনপ্রিয় একটা শো। আর সেই শো-তেই নাকি যোগদান করতে চেয়েছিলেন ড. অভিনীত গুপ্তা। এই ঘটনায় ড. অভিনীত গুপ্তা অভিযোগ করেছেন কর্ণ সিংহের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধেই মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ।

'বিগ বস'-এ যোগ দিতে ১ কোটি!

অভিনীত গুপ্তা জানিয়েছেন- '২০২২ সালে কর্ণ সিংহ ভোপাল অডিশনের জন্য এসেছিলেন। সেখানেই কর্ণ সিংহের সঙ্গে আলাপ হয় চিকিৎকের। কর্ণ সিংহই ওই চিকিৎসককে বলেন, তাঁর 'বিগ বস'-এর জন্য চেষ্টা করা উচিত। এখানেই শেষ নয়, কর্ণ সিংহ দাবি করেন, 'বিগ বস'-এর নির্মাতাদের সঙ্গে তাঁর ভালো পরিচয় আছে এবং তিনি অভিনীত গুপ্তার ব্যাকডোর এন্ট্রি করিয়ে দেবেন। কর্ণ সেই সময়ে ওই চিকিৎসককে ১ কোটি টাকা দেওয়ার কথা বলেন। এতে ওই চিকিৎসক জানান, তাঁর কাছে ক্যাশে অত টাকা নেই। এরপরে কর্ণ সিংহ মুম্বই চলে যান তবে ফোনে ও সহযোগীদের মাধ্যমে ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করেন। এরপরে কর্ণ সিংহ ওই চিকিৎসকের কাছ থেকে ১০ লক্ষ টাকা নগদ চান। এরপরে কর্ণ সিংহ অভিনীত গুপ্তাকে মুম্বই ডেকে পাঠান এবং এন্ডেমোল কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হরিশ শাহের সঙ্গে দেখা করান।

অগ্রিম হিসেবে নেওয়া হয়েছিল ১০ লক্ষ টাকা

অভিনীত গুপ্তা আরও বলেন- 'বিকেসি-তে অবস্থিত হরিশ শাহের অফিসে আমার মিটিং হয়, যেখানে কর্ণ সিংহ, সোনু কুন্তল এবং প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় ও ছিলেন। আমার মনে হয়েছিল যে বিষয়টি বিশ্বাসযোগ্য। তিনি আমার কাছে টাকা চাইলে, আমি বলি যে 'বিগ বস' প্রযোজনা করার কোম্পানি এন্ডেমোলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাব। কিন্তু কর্ণ সিংহ বলেন টাকাটা তাঁকেই নগদ দিতে হবে। আমি নগদ দিতে অস্বীকার করি, তখন তিনি বলেন যে অগ্রিম হিসাবে ১০ লক্ষ টাকা দিন। আমি ভোপালে পৌঁছে কর্ণ সিংহকে ১০ লক্ষ টাকা পাঠাই।'

অভিনীত গুপ্তা বলেন- 'যখন বিগ বস সিজন ১৬-এর প্রতিযোগীদের তালিকা প্রকাশ করা হয়, তখন তাতে আমার নাম ছিল না। যখন আমি কর্ণ সিংহ প্রিন্সকে প্রশ্ন করি, তখন তিনি বলেন যে ওয়াইল্ড কার্ড হিসাবে মাঝে শো-তে প্রবেশ করানো হবে। কিন্তু, বিগ বস শো শেষ হয়ে যায়, তখন তিনি বলেন যে পরের সিজনে করাবেন। আবার আমাকে মুম্বই ডেকে পাঠান এবং আমাকে বিগ বসের সেটে নিয়ে যান এবং শো-এর ক্রিয়েটিভ ডিরেক্টরের সঙ্গে দেখা করান। কিন্তু কিছুই হয়নি।'

২ বছর পরে রুজু হল FIR

ড. অভিনীত আরও বলেন- 'সিজন ১৭-ও শেষ হয়ে গেলে আমি কর্ণ সিংকে ১০ লক্ষ টাকা ফেরত দিতে বলি। কিন্তু, তিনি আমাকে ঘোরাতেই থাকেন। অবশেষে আমি পুলিশের কাছে অভিযোগ জানাতে যাই, কিন্তু সেখানেও অনেক দেরি হয় এবং প্রায় দু'বছর পর অনেক কষ্টে এফআইআর রুজু করা হয়। আমি সকলকে সচেতন করতে চাই যে করণ সিং প্রিন্সের মতো লোকেরা আমার মতো অনেক মানুষের সঙ্গে প্রতারণা করছে। আপনারা লোভের ফাঁদে পড়বেন না এবং প্রতারকদের থেকে সাবধান থাকবেন।'