কলকাতা: বসন্ত পঞ্চমীতে মুক্তি পেল 'ডা: বক্সী' ছবির টিজার। পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন এই ছবির প্রধান তিন চরিত্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। আজ, সরস্বতী পুজোর দিন মুক্তি পেল এই ছবির টিজার। তবে টিজার জুড়ে কেবল পরমব্রতর গলা আর ছবি। গোটা টিজারে হাসপাতালের ভিতরের ছবি আর চিকিৎসার জিনিসপত্র। 


ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ফার্স্ট লুক। সেখানে দেখা যাচ্ছে, ছবিতে শুভশ্রীর নাম মৃণালিনী সেন। একজন লেখিকার চরিত্রে অভিনয় করছেন তিনি। কিন্তু মোশান পোস্টারে তাঁর হাতে দেখা গিয়েছিল ছুরি, কপালে ক্ষত। সেখান থেকে চুঁইয়ে পড়ছে রক্ত। মেডিক্যাল থ্রিলার এই ছবি মুক্তি পাবে এই বছরেই।


প্রথমে পরমব্রতর গলায় শোনা গেল গীতার স্তোস্ত্র, এরপরেই চশমা পরা একেবারে অচেনা লুকে স্ক্রিনে এলেন পরমব্রত। নিজের পরিচয় দিলেন ডাঃ বক্সী বলে। 


তৈরি হয়ে রয়েছে সপ্তাশ্বর নতুন ছবি 'জতুগৃহ'-ও। পরিচালক বললেন, 'জতুগৃহ মুক্তির কথা ছিল। কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের জন্য পুর্নবিবেচনা করা হচ্ছে মুক্তির দিন। প্রেক্ষাগৃহে নতুন করে বিধি জারি হয়েছে। তবে এই বছরেই মুক্তি পাবে 'জতুগৃহ' আর 'ডাঃ বক্সী'। 'স্পাইডারম্যান' (স্পাইডারম্যান-নো ওয়ে হোম) আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছে, ভালো বিষয় হলে কেবল বলিউড নয়, যে কোনও ছবিই ব্যবসা করতে পারে। শুধু স্পাইডারম্যান কেন, আঞ্চলিক ছবি 'পুষ্পা'-ও ভালো ব্যবসা করেছে। বাংলা ছবির বিষয়বস্তুও ভালো হলে প্রেক্ষাগৃহে দর্শক টানবেই।'


প্রসঙ্গত চলতি বছরের ২৯ এপ্রিল মুক্তি পাবে পরিচালক সপ্তার্শ বসু ও প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়ের নতুন ছবি 'জতুগৃহ'। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে গিয়েছিল এই ছবির মুক্তি। বর্তমানে সিনেমাহল খোলা থাকলেও আসনসংখ্যার কেবল ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছিল। আজ সেই সংখ্যা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছে। এরপরেই প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২৯ এপ্রিল রুপোলি পর্দায় মুক্তি পাবে 'জতুগৃহ'। এই খবরে শীলমোহর দেন স্বয়ং প্রযোজক।


 












 


 

 

 



 




 

 

 


 

 



 

 



 





Budget 2022: अपने संसदीय क्षेत्र में बजट की ABCD बताएंगे बीजेपी सांसद, विपक्ष के हमले को रोकने की पूरी तैयारी