কলকাতা: নতুন ধরণের রহস্য় নিয়ে আবারও পর্দায় হাজির হচ্ছেন ডা: বক্সী। ছবির মুখ্য় চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্য়ায়, শুভশ্রী গঙ্গোপাধ্য়ায় ও বনি সেনগুপ্ত।
পরিচালক সপ্তাশ্ব বসুর শেষ ছবি 'প্রতিদ্বন্দ্বী' তে ডা: বক্সীর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। যেখানে দেখা গেছিল নানা ধরণের মেডিক্যাল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তিনি। সেই ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি অভিনয় করেছিলেন সায়নী ঘোষ, সৌরভ দাসের মত দাপুটে অভিনেতারা।'প্রতিদ্বন্দ্বী'তে দেখা গেছে ডা: বক্সীর জন্য় প্রাণ বাঁচে অনেক সাধারণ মানুষর। ডা: বক্সীর উদ্দেশ্য মহৎ হলেও তাঁর কাজ করার পদ্ধতি ছিল অনৈতিক। ফলে এখান থেকেই দানা বাঁধে প্রশ্ন, যখন একজন মানুষ বৃহত্তর স্বার্থে কিছু মহৎ কাজ করে তখন তাঁর কাজের পদ্ধতির সঙ্গে কি নৈতিকতা ও অনৈতিকতার প্রশ্ন জড়িয়ে রাখা উচিত?
এই প্রশ্নের উত্তর খুঁজতেই আবারও পর্দায় ডা: বক্সীকে ফেরাচ্ছেন পরিচালক সপ্তাশ্ব বসু। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন অরিন্দম। তবে আগের বারের মত এই ছবিতে দেখা যাবে না অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে। তাঁর জায়গায় অভিনয় করবেন পরমব্রত চট্টোপাধ্য়ায়। ট্রাভেল ব্লগার মৃণালিনী সেনের চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়কে। চরিত্রের টুইস্ট আছে বনি সেনগুপ্তর চরিত্রে। তাকে প্রথমে দেখা যাবে ব্য়াঙ্কারের চরিত্রে যে পরবর্তী সময়ে অপরাধীতে পরিণত হয়। বনির চরিত্রের নাম আদিত্য মুখোপাধ্য়ায়।
পরমব্রত, শুভশ্রী, বনি ছাড়াও এই ছবিতে রয়েছেন মাহি কর, সোম্যজিৎ মজুমদার ও রাহুল রায়। ছবির গল্প শুরু হয় পয়লা বৈশাখকে কেন্দ্র করে। সেখানেই একটি খুনের রহস্যে জড়িয়ে পড়ে মৃণালিনী। ছবির গল্প এবং চিত্রনাট্য লিখছেন শুভাশিস গুহ এবং অর্ণব ভৌমিক।
আগামী বছর ইদে মুক্তি সপ্তাশ্ব বসুর ছবি ডা: বক্সী। তার আগে প্রকাশ্য়ে এল এই ছবির প্রথম পোস্টার।
আরও পড়ুন...
Parambrata Upcoming Film: থ্রিলার ছবিতে জুটি বাঁধছেন অঙ্কুশ-শুভশ্রী, পরিচালকের আসনে পরমব্রত