Project K: 'স্বপ্ন সত্যি হল,' অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম শট শেষে পোস্ট প্রভাসের

Project K: এই ছবিটি কল্পবিজ্ঞান ঘরানার ও একাধিক ভাষায় তৈরি হচ্ছে। ছবির বিশাল সেট তৈরি হয়েছে 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City )। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে।

Continues below advertisement

নয়াদিল্লি: অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে প্রথম দফার কাজ শেষ করে আপ্লুত দক্ষিণী তারকা প্রভাস (Prabhas)। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে তিনি জানান যে পরিচালক নাগ অশ্বিনের (Nag Ashwin) আগামী ছবি, যার নাম আপাতত 'প্রজেক্ট কে' (Project K) নির্ধারিত হয়েছে, সেখানে বিগ-বির সঙ্গে প্রথম শট শেষ হল তাঁর। 

Continues below advertisement

৪২ বছরের অভিনেতা অমিতাভ বচ্চনের একটি বিখ্যাত ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। দেখা যায় অমিতাভের সেই বিখ্যাত 'বস'-এর মতো বসে ছবিটি। ক্যাপশনে লেখেন, 'এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়া। প্রজেক্ট কে-র প্রথম শট শেষ করলাম আজ সঙ্গে কিংবদন্তি অমিতাভ বচ্চন স্যর!'

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই হায়দরাবাদে 'প্রজেক্ট কে' ছবির প্রথম দফার শ্যুটিং শেষ করেছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। এই ছবিটি  বিশালাকারে তৈরি হচ্ছে। এটি একটি প্যান-ইন্ডিয়া প্রজেক্ট। ঘোষণার সময় থেকেই বেশ উত্তেজনা তৈরি করেছে এই ছবি।

আরও পড়ুন: Babli Bouncer: মধুর ভান্ডারকরের ছবিতে এবার এই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী

এই ছবিটি কল্পবিজ্ঞান ঘরানার ও একাধিক ভাষায় তৈরি হচ্ছে। ছবির বিশাল সেট তৈরি হয়েছে 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City )। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola