দুবাই: শ্রীদেবীর মৃতদেহ ফেরানো নিয়ে জটিলতা অব্যাহত। দুবাইতে প্রয়াত শ্রীদেবীর নশ্বর দেহ দেশে ফেরত আনতে আরও কিছুটা সময় লাগবে। এমনটাই জানা গিয়েছে আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসের তরফে।


প্রায় ৪৬ ঘণ্টা ধরে মর্গে রয়েছে শ্রীদেবীর মৃতদেহ। শেষ খবর, মঙ্গলবার স্থানীয় সময়ে সকাল ৯.৩০ টায় দুবাইয়ে খুলবে মর্গ। সকাল ১০টায় যদি অনুমতি মেলে, তার পর ক্লোজার রিপোর্ট দেবে পুলিশ। ক্লোজার রিপোর্ট পাওয়ার পর পরিবার পাবে শ্রীদেবীর মৃতদেহ।

এরপর, দেহে রাসায়নিক প্রলেপ দিতে সময় লাগবে দেড় ঘণ্টা। প্রক্রিয়া শেষ করতে লাগতে পারে প্রায় ৪ ঘণ্টা। সন্ধে ৬টায় ভারতে আসতে পারে শ্রীদেবীর মৃতদেহ।

সোমবার, সন্ধ্যাবেলা অভিনেত্রীর মৃত্যুরহস্য নতুন মোড় নেওয়ার পর থেকেই শ্রীদেবীর দেহ ফেরত আনার গোটা প্রক্রিয়া থমকে গিয়েছে। এদিন যে ময়নাতদন্ত প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্ট যে, হোটেলের বাথটবে ডুবেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে। একইসঙ্গে, গালফ নিউজের দাবি, শ্রীদেবীর শরীরে মিলেছে অ্যালকোহল।


শ্রীদেবীর মৃত্যু সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে সরকারি আইন দফতরে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সরকারি কৌঁসুলি। ইতিমধ্যেই, মৃত্যুতদন্ত শুরু করেছে পুলিশ। বনি কপূরের সঙ্গে কথা বলেছে তারা। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে শ্রীদেবীর ফোন কললিস্টও।


পাশাপাশি, জুমেইরা এমিরেটস টাওয়ারে শ্রীদেবীর ঘর পরীক্ষা করছে দুবাই পুলিশ। করিডর, ঘরের বাইরের লবির সিসিটিভি বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেল কর্মীদের বয়ান রেকর্ড করছে দুবাই পুলিশ। শ্রীদেবীর ঘরে জল দিতে যাওয়া হোটেল কর্মীকেও জিজ্ঞাসাবাদ করছে দুবাই পুলিশ।


গোটা রিপোর্ট পাঠানো হবে সরকারি কৌঁসুলির কাছে। তিনি সব কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। এদিন, ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, প্রশাসনের থেকে ক্লিয়ারেন্স-এর অপেক্ষা করছে পুলিশ। ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সুরী বলেন, এটা ওদের অভ্যন্তরীণ প্রক্রিয়া। কত সময় লাগবে, তা জানা যাচ্ছে না।


তবে, সূত্রের খবর, অভিনেত্রীর দেহ ছাড়ার আগে, বনি কপূরের থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া হবে এই মর্মে যে, তদন্তের প্রয়োজনে যখনই তাঁকে তলব করা হবে, তিনি সহযোগিতা করতে দুবাইতে উপস্থিত হবেন।


এদিকে, শ্রীদেবীর পোস্ট মর্টেম রিপোর্টে স্বাক্ষর করা চিকিৎসক শামী বারিকে নিয়ে এবার নতুন বিতর্ক। নিয়মানুসারে, একজন প্যাথলজিস্টের স্বাক্ষর খাকার কথা। কিন্ত, যে চিকিৎসকের স্বাক্ষর রয়েছে তিনি স্থানীয় হাসপাতালের রেডিওলজিস্ট।