মুম্বই: গতবছর ২১ ডিসেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে 'ডাঙ্কি'। মূলত ডাঙ্কি শাহরুখের জওয়ান, পাঠান-র মতো তির্যক গ্রাফ না তুললেও, প্রথম সপ্তাহান্তে গ্লোবাল বক্স অফিসে ১৫৭.২২ কোটি টাকা আয় করেছে এই ছবি। ছবি-মুক্তির প্রথমদিনেই ৩০ কোটির ব্য়বসা করে শাহরুখের ডাঙ্কি। চব্বিশের প্রথম রবিবারে বক্সঅফিসে কোথায় দাঁড়িয়ে 'ডাঙ্কি' ?
'পাঠান', 'জওয়ান'-র এর পর, বছর বিদায়ের আগে, এভাবেও ফিরে আসা যায়- এমন গল্পটাই কি শোনাল ডাঙ্কি ? সে যাই হোক না কেন অত বুঝে কাজ নেই, কিং খানের ছবি বলে কথা, তার উপর জানুয়ারির শীত, সবমিলিয়ে জমজমাট প্রেক্ষাগৃহ। Sacnilk.com-এর তথ্য অনুযায়ী, 'ডাঙ্কি' মুক্তির ১৮ তম দিনে অর্থাৎ তৃতীয় রবিবার ৪.২৫ কোটি টাকা আয় করেছে। এই ছবি এখনও অবধি ঘরে তুলেছে মোট ২১৬ কোটি টাকা। তথ্য বলছে, প্রথমদিনেই 'ডাঙ্কি' ৩০ কোটি আয় করেছিল। তবে প্রভাসের 'সালার' ছবির সঙ্গে রীতিমত লড়াই করতে হচ্ছে 'ডাঙ্কি'কে। কারণ প্রথম দিনেই বাম্পার ওপেনিং করেছিল সালার। ৯৫ কোটি আয় করেছিল প্রথম দিনেই প্রভাসের ছবি। এবার আসা যাক মূল বিষয়ে। দ্বিতীয় দিনে ৪৯.২০ কোটি আয় করে শাহরুখের 'ডাঙ্কি।'
প্রসঙ্গত, সাম্প্রতিককালে ভারতীয় ছবির মধ্যে মুক্তির কয়েকদিনের মধ্যেই লাফিয়ে ৫০০ কোটির রেকর্ড জওয়ানের রয়েছে। শাহরুখের এই ছবি ব্যবসায়িক এই গ্রাফ তুলতে সময় লেগেছিল ১৩ দিন। সেখানে গদর ২ এই অঙ্ক এনেছিল ২৮ দিনে। তাই প্রত্যেকের ক্ষেত্রে কখনই সময়ের সঙ্গে সমানুপাতিক নয় আয়ের অঙ্কটা। এদিকে এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে রণবীরের 'অ্যানিম্যাল' ছবিটিও। যেহেতু ডিসেম্বরেই রাজকুমার হিরানির পরিচালনায় মুক্তি পেয়েছে 'ডাঙ্কি।' একইসঙ্গে ২২ তারিখে মুক্তি পেয়েছে প্রভাসের 'সালার।' স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে প্রত্যেকটা ছবিরই।
আরও পড়ুন, 'এমন এক মানুষের উদযাপন...', ইরফানের জন্মবার্ষিকীতে পুরনো ছবি পোস্ট ছেলে বাবিলের
লন্ডনে গেলে ইংরেজিতে কথা বলতে হবে, আর বিট্রিশরা যে আমাদের ভাষা না জেনেই বিনা অনুমতিতেই ভারতে এতবছর ছিল, তার বেলা ? টপ ভিউয়ে দূরপাল্লার ট্রেন, শস্যখেতের মধ্যে দিয়ে গাড়ির এগিয়ে চলা, এভাবেই এগিয়ে চলে রাজকুমার হিরানির গল্প। কিন্তু আচমকাই বিদেশ যাওয়ার স্বপ্ন বিষে বিষে নীল ! কতটা তিক্ততা ছড়ালে তা সম্ভব, তা বলার অপেক্ষা রাখে না। সহজ মানুষ ধাক্কা খেলে কতটা কঠিন হয়, এছবি হয়তো সে কথাই বলে।