নয়াদিল্লি: গত বছর ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডাঙ্কি'। প্রেক্ষাগৃহে বিপুল সাফল্যের পর এবার ওটিটি দুনিয়াতেও (Dunki OTT Release) সাম্রাজ্য বিস্তার করতে আসছে 'ডাঙ্কি'। গতকাল বুধবারই পেরিয়েছে ভালবাসার দিন। আর সেই দিনেই শাহরুখ তাঁর অনুরাগীদের জন্য একটি সারপ্রাইজ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। আর সেই সারপ্রাইজ অবশেষে প্রকাশ্যে এল। ওটিটি দুনিয়ায় আসতে চলেছে 'ডাঙ্কি'। কবে, কোথায় দেখা যাবে এই ছবি ?


১৫ ফেব্রুয়ারি নেটফ্লিক্স ইন্ডিয়া তাঁদের সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করেন যেখানে বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান ঘোষণা করছিলেন যে খুব শীঘ্রই ওটিটিতে মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি 'ডাঙ্কি'। সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল, 'হৃদয়ে প্রবেশ করার জন্য কোনও ভিসা লাগে না। আসছে আপনাদের ঘরে, 'ডাঙ্কি মারকে'। ডাঙ্কি এবার দেখা যাবে নেটফ্লিক্সে।' ১৫ ফেব্রুয়ারি থেকেই নেটফ্লিক্সে দেখা যাচ্ছে শাহরুখ খান অভিনীত এই ছবি 'ডাঙ্কি' (Dunki OTT Release)।  


ঐ ক্লিপটা ছাড়াও নেটফ্লিক্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, 'ব্যাগপত্তর গুছিয়ে নিন। সারা বিশ্ব ঘুরে ডাঙ্কি এবার আপনার ঘরেই আসছে। আমি SRKও আসছি ঘরেই।' গত বছর জুলাই মাসেই জানা গিয়েছিল 'ডাঙ্কি' ছবির স্বত্ব প্রায় ১৫৫ কোটি টাকায় বিক্রি হয়ে গিয়েছে ওটিটি দুনিয়ায়। তখনও ছবির পোস্টারও প্রকাশ্যে আসেনি। অনেকেই বলছিলেন যে জিও সিনেমায় মুক্তি পাবে এই ছবি। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করলেন শাহরুখ খান। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে তাপসী পান্নুকে। এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন ভিকি কৌশল, বোমান ইরানি, অনিল গ্রোভার প্রমুখরা।


সারা বিশ্ব জুড়ে প্রায় ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খান অভিনীত ছবি 'ডাঙ্কি'। ২০২৩ সালের শুরুতে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবির (Dunki OTT Release) হাত ধরে প্রায় চার বছর পর বড়পর্দায় ফিরলেন কিং খান। তাঁর শেষ ছবি 'জিরো' বিশেষ সাফল্য লাভ করতে পারেনি বক্স অফিসে। বিপুল ব্যবসার সঙ্গে একের পর এক রেকর্ড ভাঙতে থাকে 'পাঠান'। এরপর ২ জুন মুক্তি পায় এই বছরে শাহরুখের দ্বিতীয় ছবি 'জওয়ান'। তারপর বড়দিনের আবহে মুক্তি পায় 'ডাঙ্কি'।  জানুয়ারি মাসেই জানা গিয়েছিল, অস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের তালিকায় মনোনয়নের জন্য পাঠান হবে 'ডাঙ্কি'কে। তবে এ নিয়ে সেভাবে আরও কিছু জানা যায়নি। এর আগে ২০০৪ সালে 'স্বদেশ' এবং ২০০৫ সালে 'পহেলি' ছবিটিও অস্কারের মনোনয়নে পাঠানো হয়েছিল।


আরও পড়ুন: Rakul-Jacky Wedding: অভিনবত্বের পাশাপাশি সাবেকিয়ানাও চান রকুল, তাঁর বিয়ের পোশাকে থাকছে এই বিশেষত্বগুলি..