মুম্বই: মুম্বইয়ে পৌরসভার কর্মীদের হাতে তুলে দিয়েছিলেন N95, FFP3 মাস্ক। এবার এনজিও ‘অক্ষয় পাত্র’র সঙ্গে হাত মিলিয়ে দরিদ্র মানুষদের খাবার দেওয়ার কাজে এগিয়ে এলেন হৃতিক রোশন। এই সংস্থা বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেন বৃদ্ধাশ্রমের মানুষদের কাছে, দিন আনা-দিন খাওয়া শ্রমিকদের কাছে। সারা ভারতের অসংখ্য গরিব মানুষ এঁদের দ্বারা উপকৃত হন।


সংস্থার তরফে ট্যুইট করে হৃতিককে ধন্যবাদ জানানো হয়েছে। বলা হয়েছে স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত তারা ঘরে রান্না করা খাবারই গরিব মানুষদের কাছে পৌঁছে দেবেন। তাঁদের তৈরি করা খাবার প্রতিদিন পৌঁছে যাবে ১ লাখ ২০ হাজার মানুষের কাছে।
এই ট্যুইট বার্তা রিট্যুইট করে হৃতিক লেখেন, ‘সারা দেশে কেউ যেন খিদে নিয়ে না ঘুমোতে যায়, অভুক্ত না থাকে...আপনারা প্রত্যেকেই কাজের ক্ষেত্রে একেকজন সুপারহিরো #IndiaFightsCorona #CovidRelief’

বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও, লকডাউনের পরিস্থিতিতে দুই ছেলেকে নিয়ে হৃতিকের সঙ্গে এক বাড়িতে থাকছেন সুজান। কাটাচ্ছেন সুন্দর সময়ও। সম্প্রতি ছেলে রেহানের জন্মদিনও সেলিব্রেট করলেন বাড়িতেই। আর ভিডিও কলে সঙ্গে ছিলেন পরিবারের বাকিরাও।