মুম্বই: আর যেন তর সইছে না কবে ‘মাসি’ ডাক শুনবেন। বোনের সন্তানের আসার অপেক্ষায় অধীর বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর।

করিনা কপূরের মা হতে যাওয়ার খবরে খুশি গোটা কপূর পরিবার। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। স্বামী সইফ আলি খানও সে খবর স্বীকার করে নিয়েছেন। ক্যামেরায় ধরা পড়েছে করিনার বেবি বাম্পও।

এপ্রসঙ্গেই করিশ্মা বলেন, তাঁরা খুশির খবরের অপেক্ষায় রয়েছেন। গোটা পরিবারই নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রতীক্ষায়।
অ্যামি বিলিমোরিয়ার ফেস্টিভ কালেকশন লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন করিশ্মা। সেখানেই সন্তানসম্ভবা করিনার কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সন্তান আসার এই মুহূর্ত ভীষণই উপভোগ করছেন করিনা। তাঁর সন্তানের আসার প্রতীক্ষায় এখন দিন গুনছে গোটা কপূর পরিবার।