মেষ
সময়ের অপেক্ষা করুন কিছু ভাল হতে পারে আজ। সন্তানের ব্যপারে মনে একটা চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে শুভ ফলের আশা করেতে পারেন। চিকিত্সার খরচ বাড়তে পারে।
মেষ
সময়ের অপেক্ষা করুন কিছু ভাল হতে পারে আজ। সন্তানের ব্যপারে মনে একটা চাপ বাড়তে পারে। ব্যবসার দিকে শুভ ফলের আশা করেতে পারেন। চিকিত্সার খরচ বাড়তে পারে।
মিথুন
সারা দিনটা ভাল-মন্দ মিশিয়ে চলবে। মনে আজ নতুন কোনও কাজ করবার উদ্বেগ থাকবে। বাড়ির কোনও কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। চাকুরির স্থানে সুনাম বাড়তে পারে।
কর্কট
আজ পরচর্চা নিয়ে বদনাম বৃদ্ধি। সংসারে একটু বিবাদ বাধতে পারে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যপারে আলচনা। অমদানি-রফতানি ব্যবসায় লাভ। কথাবার্তায় একটু লাগাম দিন।
সিংহ
হাড়ের সমস্যায় চলাফেরায় অসুবিধা। উচ্চব্যক্তির জন্য ভাল কাজের সন্ধান। পিতা মাতার সঙ্গে ভ্রমণে আলচনা। পুজো-পাঠের জন্য খরচ বৃদ্ধি। ব্যবসার জন্য সময় ভাল।
কন্যা
ব্যবসার জন্য ভাল সময়। বাড়িতে নতুন কিছু জিনিস ক্রয়ের জন্য খরচ বাড়তে পারে। চাকুরির স্থানে উন্নতির যোগ। সমাজে কোনও প্রকার সুনাম বাড়তে পারে।
তুলা
লেখকদের জন্য ভাল সময়। তীর্থযাত্রার জন্য বাড়িতে আলোচনা। একাধিক পথে আয় করতে গিয়ে বিপদ বৃদ্ধি। মাত্রাছাড়া রাগ বাড়িতে অশান্তি বাড়াবে। শরীর নিয়ে কোনও চিন্তা।
বৃশ্চিক
খেলাধুলোর জন্য আনন্দ বাড়তে পারে। পড়াশোনার জন্য বিদেশে যাবার আলোচনা। ব্যবসার জন্য নতুন কোনও ব্যবস্থা। আইনি কাজ ভাল হবে। বাড়িতে বিবাদের জন্য মনে কষ্ট।
ধনু
অর্থাভাব দেখা দিতে পারে। প্রেমের জন্য কোনও বদনাম আসবে। বিনা দোষে অপমানিত হবার যোগ। নিজের বুদ্ধির জোরে বিপদ উদ্ধার। বাড়িতে চুরি থেকে সাবধান।
মকর
বন্ধু নিয়ে বাড়িতে আনন্দ। অর্থ নিয়ে কোনও বিপদ হতে পারে। পুজোপাঠের জন্য মনে আনন্দ। সংসারে অশান্তিতে প্রতিবেশী সুযোগ নিতে পারে। প্রিয়জনের জন্য চিন্তা বাড়তে পারে।
কুম্ভ
নেশাতে আসক্তি হবার জন্য বিপদ হতে পারে। ব্যবসায় ভাল অর্থ লাভ হবে। ফাটকা আয় বাড়তে পারে। বাড়িতে নতুন কোনও সমস্যার জন্য মাথা গরম। পেটের সমস্যা বৃদ্ধি।
মীন
কোন পাওনা অর্থ পেতে পারেন। চাকুরির কোনও প্রকার যোগাযোগ হতে পারে। দূরে ভ্রমণের জন্য চিন্তা বৃদ্ধি। প্রেমের জন্য চাপ বাড়বে। অর্থ ব্যপারে কিছু সাহায্য পাবেন।
আজকের রাশিফল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2016 12:55 AM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -