দেখুন, ইদে অনুরাগীদের সামনে হাজির শাহরুখ-সলমন, জানালেন শুভেচ্ছা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jun 2019 08:31 AM (IST)
1
হাত নেড়ে সকলকে অভিবাদন সলমনের।
2
খুশির ইদের আনন্দে সলমন।
3
ভক্তদের কুর্ণিশ।
4
সলমনের সঙ্গে ইদের খুশি ভাগ করে নিতে হাজির ছিলেল হাজার হাজার অনুরাগী।
5
বাবাকে নকল করছে আবরাম।
6
আবরামও সকলকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত।
7
অনুরাগীদের উদ্দেশে চুম্বন ছুড়ে দিলেন এসআরকে।
8
মান্নতের সামনে শাহরুখ।
9
মোবাইল ফোনে তুললেন সেলফি।
10
জানালেন নমস্কার।
11
ছেলেকে কোলে নিয়ে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন শাহরুখ।
12
অনুরাগীদের সামনে হাজির সলমন।
13
অন্যদিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ইদের শুভেচ্ছা জানালেন সলমন।
14
ইদের শুভেচ্ছা জানাতে বাবার কোলে হাজির আবরামও।
15
এইদিনটির জন্য অপেক্ষা করে থাকেন শাহরুখের অগণিত অনুরাগী। প্রিয় তারকাকে একবার কাছ থেকে দেখার জন্য।
16
মান্নত থেকে প্রতি বছরের মতো ইদের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ।