নয়াদিল্লি: মুক্তি পেয়েছে জন আব্রাহাম (John Abraham), অর্জুন কপূর (Arjun Kapoor), দিশা পাটানি (Disha Patani), তারা সুতারিয়া (Tara Sutaria) অভিনীত 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns)। প্রথম দিনে কেমন ব্যবসা করল (Box Office Collection Day 1) এই ছবি?
প্রথম দিনে কেমন ব্যবসা করল 'এক ভিলেন রিটার্নস'
২৯ জুলাই, শুক্রবার, মুক্তি পেয়েছে 'এক ভিলেন রিটার্নস'। প্রথম দিনে দেশজুড়ে ৭.০৫ কোটি টাকার ব্যবসা করল এই ছবি। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ (Taran Adarsh) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান এই ছবির বক্স অফিস কালেকশন।
তিনি এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ফ্র্যাঞ্চাইজির লাভ পেল 'এক ভিলেন রিটার্নস'। সিঙ্গল স্ক্রিনে বেশি ভাল ব্যবসা করে শুরু করল এই ছবি। তবে মেট্রো শহরে আরও ভাল ব্যবসা করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় দিন খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার ৭.০৫ কোটির ব্যবসা।'
প্রসঙ্গত, এই ছবি সিঙ্গল স্ক্রিনে বেশি ভাল ব্যবসা করেছে। বেশিরভাগ প্রেক্ষাগৃহেই ৭০ শতাংশ বুকিং ছিল। তবে সপ্তাহান্তের মিলিত ব্যবসা দেখলে ছবির ভবিষ্যৎ কেমন তা বোঝা যাবে। মনে করা হচ্ছে শনি-রবি মিলিয়ে ছবি ২৫ কোটির গণ্ডি পেরিয়ে যাবে।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত 'এক ভিলেন' ছবির সিক্যোয়েল এই ছবি। মোহিত সূরি পরিচালিত এই ছবির প্রথম ভাগের তুলনায় কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার।