মুম্বই: এই ছবি নিয়ে মানুষের অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ছবির চরিত্রায়ন থেকে শুরু করে গল্প, সবকিছুরই চমকের অপেক্ষায় ছিলেন দর্শকেরা। অবশেষে মুক্তি পেল 'এক ভিলেন রিটার্নস' (Ek Villain Returns) ছবির ফার্স্ট লুক। পোস্টারে রইলেন জন আব্রাহাম (John Abraham), দিশা পাটনি (Disha Patani), অর্জুন কপূর (Arjun Kapoor) ও তারা সুতরিয়া (Tara Sutaria)।
পোস্টারে চরিত্রদের দেখানো হয়েছে সাদায় কালোয়। 'এক ভিলেন' (Ek Villain) ছবির নায়িকা ছিলে শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। তবে এই ছবিতে দেখা যাবে না তাঁকে। 'এক ভিলেন' ছবির পরিচালনা করেছিলেন মোহিত সূরী (Mohit Suri)। শ্রদ্ধা কপূর ছাড়াও এই ছবিতে ছিলেন সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh)।
'এক ভিলেন' ছবির সিক্যুয়ালের কথা অনেকদিন আগেই ঘোষণা করেছিলেন পরিচালক। জানিয়েছিলেন, সিক্যুয়ালে একেবারে নতুন মুখেদেরই দেখা যাবে। সেইমত, এই ছবিতে একেবারে নতুন চার নায়ক নায়িকাকে দেখা গেল। আজ মুক্তি পাবে এই ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় ছবির লুক শেয়ার করে নিয়েছেন দিশা পাটনি। সেখানে একটি পোস্টারে তিনি একা রয়েছেন। একটি মুখোশের আড়াল থেকে তাঁর মুখের অর্ধেক অংশ বেরিয়ে রয়েছে। রহস্যময়ী দেখাচ্ছে তাঁকে। অন্য পোস্টারে তিনি রয়েছেন জন আব্রাহামের সঙ্গে। পোস্টার শেয়ার করে দিশা লিখেছেন, 'হিরো আর হিরোইনদের গল্প তো অনেক শুনেছেন, এবার ভিলেনদের গল্প শুনুন।'
ছবি পোস্টার শেয়ার করে নিয়েছেন অর্জুন কপূরও। ছবিতে প্রত্যেকের হাতে দেখা যাওয়া হলুদ মুখোশ বেশ রহস্য তৈরি করছে। ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।