আবীর দত্ত, কলকাতা : গাড়ি দুর্ঘটনায় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী । চারু মার্কেট থেকে রাসবিহারীর দিকে যাচ্ছিলেন গাড়িতে। সেই সময়ই অভিনেতার গাড়িতে ধাক্কা মারে একটি ভলভো বাস। দুর্ঘটনার জেরে ভেঙে যায় অনির্বাণ চক্রবর্তীর গাড়ির কাচ। 

Continues below advertisement

কী ঘটেছিল?জনপ্রিয় অভিনেতার সঙ্গে এমন একটি ঘটনা ঘটায় রাস্তাতে ভিড় জমে যায়। স্থানীয় থানায় তিনি যোগাযোগ করেন। অভিনেতার কোনও আঘাত না লাগলেও, চালক আকস্মিক ধাক্কায় ঘাবড়ে যান। জানা যাচ্ছে, অভিনেতার গাড়ির সামনে একটি মোটরবাইক এসে পড়ে। তখন গাড়িটি থামিয়ে মোটরবাইকটিকে বাঁচাতে চান চালক। কিন্তু তখনই পিছন থেকে বাসটি ধাক্কা মারে। তাতে চুরমার হয়ে যায় অভিনেতার গাড়ির কাচ। তবে বড় বিপদ থেকে অল্পের জন্য রক্ষা পান অভিনেতা। 

কেমন আছেন অভিনেতা?            এরপর এবিপি আনন্দ কথা বলেছিল, অভিনেতা অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে। তিনি জানান, তিনি একটি কাজে যাচ্ছিলেন। টালিগঞ্জ থেকে এক্সাইডের দিকে যাওয়ার সময়, কালীঘাটের কাছাকাছি ঘটনাটি ঘটে। বাসটি একটি সরকারি বাস ছিল। সেটি পেছন থেকে এসে ধাক্কা মারায় ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। এরপর তিনি গাড়ি থেকে নেমে বাসচালকের সঙ্গে কথা বলতে গেলে, তিনি খুবই রুক্ষ ব্যবহার করেন বলে অভিযোগ।  

Continues below advertisement

পুলিশ কী  ব্যবস্থা নিল?  এরপর চারু মার্কেট থানায় গিয়ে তিনি অভিযোগ জানালে পুলিশ বাসটিকে আটক করে। সেটি এখন থানাতেই রয়েছে। থানাতে রয়েছে অভিনেতার গাড়িটিও। তিনি বিপদ মুক্ত হলেও, বড় বিপদ হতে পারত, বলছেন প্রত্যক্ষদর্শীরা। অভিনেতা অনির্বাণ চক্রবর্তী বাংলা বিনোদন জগতে একটি জনপ্রিয় নাম। তাঁর অভিনীত  'একেন বাবু' চরিত্রটি আট থেকে আশির কাছে অসম্ভব প্রিয়। তাই তাঁর সঙ্গে এমন ঘটনা ঘটতেই মানুষ ভিড় করে আসে। তবে অনুরাগীরা খুশি, তাঁদের প্রিয় 'একেন বাবু'র কিছু হয়নি।