নয়াদিল্লি: সঙ্গীতশিল্পী গ্রিমস (Singer-songwriter Grimes) সম্প্রতি জানিয়েছেন যে তিনি গোপনে সারোগেসির (Surrogacy) মাধ্যমে ২০২১ সালের ডিসেম্বরে এলন মাস্কের (Elon Musk) সঙ্গে এক শিশু কন্যাকে পরিবারে স্বাগত জানিয়েছেন।
'পিপল ম্যাগাজিন ভ্যানিটি ফেয়ার'-এর (People Magazine Vanity Fair) ২০২২ সালের এপ্রিল সংখ্যায় গ্রিমসকে কভার স্টোরিতে উদ্ধৃত করা হয়েছে। ৩৩ বছর বয়সী গ্রিমস ও ৫০ বছর বয়সী টেসলা প্রতিষ্ঠাতা এলন মাস্কের ইতিমধ্যেই ২২ মাসের এক শিশু পুত্রও রয়েছে। তাঁরা শিশু কন্যার পুরো নাম প্রকাশ্যে এনেছেন। খুদের পুরো নাম এক্সা ডার্ক সাইডিয়ারিল (Exa Dark Sideræl)। তাঁকে আদর করে 'ওয়াই' (Y) নামে ডাকছেন তারকা জুটি।
সন্তানের এমন অভিনব নামের কারণ ও মানে বর্ণনা করেছেন গ্রিমস। এক্সা একটি সুপারকম্পিউটিং শব্দ, সেই সঙ্গে ডার্ক অর্থাৎ অজানা।
তিনি বলেন, 'মানুষ ভয় পান তবে ফোটনের অনুপস্থিতির ফলেই অন্ধকার হয়। প্রকৃতির এক সুন্দর অথচ অদ্ভুত সৃষ্টি এই ডার্ক ম্যাটার।'
ওয়াইয়ের নামের শেষ অংশ সাইডিয়ারিল। যার মানে 'এটা মহাবিশ্বের সত্য সময়, তারকা সময়, গভীর স্থান সময়, কিন্তু আমাদের পৃথিবীর আপেক্ষিক সময় নয়।'
এই শব্দের আরও একটি মানে আছে। 'লর্ড অফ দ্য রিংস' ছবিতে গ্রিমসের প্রিয় চরিত্র গালাড্রিলের (Lord of the Rings character, Galadriel) প্রতি শ্রদ্ধার্ঘ।
আরও পড়ুন: Archana Puran Singh Trending: পঞ্জাব বিধানসভা নির্বাচনে পরাজিত সিধু, ট্যুইটারে ট্রেন্ডিং অর্চনা পূরণ সিংহ
তিন বছর একসঙ্গে থাকার পর ২০২১ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদ হওয়া সত্ত্বেও, গ্রিমস এবং মাস্ক আবার একসঙ্গে ফিরে এসেছেন। এক সাক্ষাৎকারে গ্রিমস জানান যে তাঁরা একসঙ্গে ভাল আছেন। তিনি বলেন, 'এখনও পর্যন্ত এই সময়টা সেরা। আমাদের শুধু মুক্ত হতে হবে।' তিনি আরও জানিয়েছেন যে তাঁরা আরও সন্তান নেওয়ার পরিকল্পনা করেছেন। 'আমরা সর্বদা কমপক্ষে তিন বা চারটি সন্তান চেয়েছিলাম।'