মুম্বই: ছবির শ্যুটিং করতে কাশ্মীরে গিয়ে আহত বলিউড অভিনেতা এমরান হাশমি (Emraan Hashmi)! স্থানীয়দের ছোড়া পাথরের আঘাতে তিনি আহত হয়েছেন বলে অভিযোগ (Stone Pelting)। তা নিয়ে তীব্র টানাপোড়েন শুরু হয়েছে। সেই নিয়ে এফআইআর-ও দায়ের হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। যদিও ট্যুইটারে অভিযোগ অস্বীকার করেছেন অভিনেতা (Bollywod Updates)।


কাশ্মীরে শ্যুটিং করতে গিয়ে এমরান আহত হয়েছেন বলে সোমবার জানায় এএনআই। জানানো হয় যে, পহলগাঁওয়ে শ্যুটিং করছিলেন এমরান। ১৮ সেপ্টেম্বর সন্ধে সওয়া ৭টা নাগাদ প্যাকআপ চলছিল। সেই সময় একজন শ্যুটিং লক্ষ্য করে পাথর ছোড়ে। তাতে এমরানও আহত হয়েছেন বলে জানা যায়। এমনকি পহলগাঁও থানায় সেই নিয়ে এফআইআর দায়ের হয়েছে বলে সামনে আসে। শোনা যায়, অভিযুক্তকে গ্রেফতার করেছে অনন্তনাগ থানার পুলিশ।  


বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। কেউ কেউ দাবি করেন, শ্যুটিংয়ের পর বাজার এলাকায় পায়চারি করছিলেন এমরান। তখনই পাথরবৃষ্টি শুরু হয়। তাতে চোট পান অভিনেতা। সঙ্গে সঙ্গে থানায় এই নিয়ে অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে খুঁজে বার করে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ১৪৭, ১৪৮, ৩৭০, ৩৩৬ এবং ৩২৩ ধারায় মামলাও দায়ের হয়েছে বলে শোনা যায়।



কিন্তু এই নিয়ে হই হট্টগোলের মধ্যে মঙ্গলবার সকালে ট্যুইটারে মুখ খোলেন এমরান। তিনি লেখেন, ‘কাশ্মীরের মানুষের কাছে উষ্ণ অভ্যর্থনাই পেয়েছি। শ্রীনগর এবং পহলগাওঁয়ে শ্যুটিং করতে পেরে অত্যন্ত আনন্দিত আমি। পাথরের আঘাতে আমার আহত হওয়ার যে খবর শোনা যাচ্ছে, তা ভুল’।


এই মুহূর্তে ‘গ্রাউন্ড জিরো’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত এমরান। ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন সাই তামহানকর, জোয়া হুসেন। এ ছাড়াও সলমন খান এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবির শ্যুটিংও সেরে ফেলেছেন এমরান। আগামী বছর ইদে মুক্তি পাবে ‘টাউগার থ্রি’।



এর পাশাপাশি অক্ষয় কুমারের সঙ্গে ‘সেলফি’ ছবিতে অভিনয় করছেন এমরান। সেটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। মলয়ালি ছবি ‘ড্রাইভিং লাইসেন্স’-এর হিন্দি রিমেক ‘সেলফি’। ছবিতে রয়েছেন নুসরত বারুচা এবং ডায়ানা পেন্টিও।