কলকাতা: বিয়ের পিঁড়িতে বসে আছেন এনা (Ena Saha)। গায়ে বিয়ের সাজ, মাথায় সোনার টিয়ারি। অপূর্ব সুন্দর লাগছে তাঁকে। পাশে বসা একজন পুরুষ অতি যত্নভরে তাঁর মাথায় সিঁদুর পরিয়ে দিচ্ছেন। দুজনেই বিয়ের সাজে। তাহলে কি এই বিয়ের মরশুমে নিজের বিয়েটাও সেরে ফেললেন এনা? সমাজমাধ্যমে একটি ভিডিয়ো (Viral Video) পোস্ট করতেই জোর জল্পনা শুরু এনাকে নিয়ে। এনা কি সত্যি সত্যিই বিয়ে করে নিলেন ? কমেন্টের বন্যায় ভেসে গেল ইনস্টাগ্রাম প্রোফাইল।
রবিবার সপ্তাহান্তের আমেজে একটি রিল ভিডিয়ো পোস্ট করেন অভিনেত্রী, প্রযোজক এনা সাহা (Ena Saha)। সেই ভিডিয়োতেই দেখা যায় তাঁর সিঁদুরদান পর্ব চলছে। এই রিলের সঙ্গে লেখা ছিল 'শুভ বিবাহ'। আর এই ভিডিয়ো পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। অনুরাগীদের কমেন্টে ভরে যায় প্রোফাইল। অভিনেত্রীর পাশেই বসে থাকতে দেখা গিয়েছে পাত্রকে, লাল পাড় সাদা শাড়িতে এনা, খালি গায়ে সাদা ফিনফিনে চাদরে তাঁরই পাশে পাত্রটি বসে। ভিডিয়ো দেখে কেউ বুঝতেই পারবেন না যে আদৌ সত্যি বিবাহ কিনা।
ভিডিয়োর (Ena Saha) কমেন্টে অনেকেই তাঁকে সরাসরি শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ আবার পাত্রের গায়ে পোশাক নেই কেন তা নিয়েও মন্তব্য করতে ছাড়েননি। তবে এই ভিডিয়োতে কো-ট্যাগ করা হয়েছে রুদ্র সাহাকে। বিনোদনের দুনিয়ায় পোশাক শিল্পী হিসেবে সুপরিচিত রুদ্র সাহা। এ থেকে ধারণা করা যায়, আসল বিয়ে নয়, বরং বিয়ের পোশাকে ফটোশ্যুট করিয়েছেন এনা সাহা।
সম্প্রতি বেশ কিছু তারকা বিয়ের পিঁড়িতে বসেছেন এই মরশুমে। টলিউডে পরমব্রত-পিয়া থেকে শুরু করে বি-টাউনে আরবাজ-সুরা, ইরা-নূপুর এমনকী টলিউডে 'বল্লভপুরের রূপকথা' খ্যাত সত্যম ভট্টাচার্যও নাকি ছাদনাতলায় বসবেন তা নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এই মরশুমে তবে কি এনাও বিয়ে করে ফেললেন, এই জল্পনাই শুরু হয়েছে এই ভিডিয়োকে কেন্দ্র করে।
আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে এনা সাহা প্রযোজিত ছবি ‘ডাক্তারকাকু’। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজেও মন দিয়েছেন এনা, তবে এখনও পর্যন্ত বক্সঅফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি তাঁর কোনও ছবিই। আপাতত অন্যান্য ছবির কাজে হাত দিতে চান না এনা, তিনি অপেক্ষা করছেন ভাল ছবির জন্য। 'ডাক্তারকাকু' ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন পাভেল। এই ছবিতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ঋদ্ধি সেন (Riddhi Sen)-কে। এই ছবিতে অভিনেত্রী হিসেবেও দেখা যাবে এনা সাহাকেও।
আরও পড়ুন: Debasree Roy: কেমিস্ট্রি মাসি আমার কাছে ঘরে ফেরার আনন্দ