কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
পারফর্ম্যান্সের পর মঞ্চে ভাঙলেন গিটার!
বিতর্কে জড়ালেন পাঞ্জাবী গায়ক (Punjabi Singer) এ পি ঢিলোঁ (AP Dhillon)। 'কোচেলা ২০২৪'-এ (Coachella 2024) দুর্দান্ত পারফর্ম্যান্স পরিবেশন করেন তিনি। এবং সবকিছুই যখন খুব ঠিকঠাক স্বাভাবিক চলছিল, মঞ্চে দাঁড়িয়ে ঢিলোঁ এমন এক কাণ্ড ঘটালেন যা দেখে অত্যন্ত অখুশি নেট দুনিয়া। পারফর্ম্যান্স চলাকালীন হঠাৎই নিজের গিটার ভেঙে ফেলেন শিল্পী, এবং সেই ছবি ভিডিও ভাইরাল হয়েছে যা খুব ভালভাবে গ্রহণ করেনি নেটিজেনরা। এই পোস্টগুলি কমেন্ট বক্স ভরেছে সমালোচনায়। যে জিনিস তাঁকে মঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়েছে, তাকে সম্মান জানানো উচিত, দাবি নেটিজেনদের। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন গায়ক। সেখানে দেখা যাচ্ছে, একটি গানের শেষের অংশে গিটার বাজিয়ে তা হঠাৎই মঞ্চে ঠুকে ভেঙে মঞ্চ থেকে চলে গেলেন তিনি। ক্যাপশনে লেখেন, 'ব্রাউন মুন্ডে হ্যাভ লেফ্ট দ্য ডেজার্ট'। প্রসঙ্গত, 'ব্রাউন মুন্ডে' তাঁরই একটি গানের নাম। এমনকী কোচেলার অফিসিয়াল হ্যান্ডল থেকেও ঢিলোঁর গিটার ভাঙার ছবি শেয়ার করা হয়েছে। স্বাভাবিকভাবেই যা থেকে সমালোচনার সূত্রপাত হয়েছে ব্যাপক।
'আমি আজও সিঙ্গেল রয়ে গেছি', কেন বললেন মিমি?
সম্প্রতি 'আলাপ' ছবির একটি ইভেন্টে মিডিয়ার মুখোমুখি হয়ে নিজের চরিত্র নিয়ে কথা বলতে শোনা যায় মিমিকে। সেই উত্তরেরই একটি অংশ হয়েছে ভাইরাল। শোনা যায় মিমি বলছেন, 'লোককে মারছি, আমার শেষ ছবি থেকে শুরুর দিকে আমার দ্বিতীয় ছবি, সেখানে প্রেম নিবেদনও করছি 'মারব' বলে!' অভিনেত্রীর দাবি তাঁর এমন একের পর এক 'মারকুটে' চরিত্রের জন্য লোকজন মনে করেন যে তিনি ব্যক্তিগত জীবনেও তেমনই। তবে তাদের শুধরে দিয়ে অভিনেত্রী বলতে চান যে ব্যক্তিগত জীবনে তিনি 'একটু হয়তো ওরকম। কিন্তু আমিও রোম্যান্টিক মানুষ।' এরপরই হাসতে হাসতে অভিনেত্রী বলে বসেন, 'আর এই জন্য, এই তোমাদের জন্য... এইসব বলে বলে আমি আজও সিঙ্গেল রয়ে গিয়েছি...'। মিমির কথা শুনে মজা করতে ছাড়লেন না সহ-অভিনেতা আবির চট্টোপাধ্যায়ও। মুচকি হেসে সকলকে বললেন, 'কী ইন্টারেস্টিং একটা বাইট পেলে। লাস্ট লাইনেই হেডলাইন হয়ে গিয়েছে।' সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে এক নতুন ধরনের প্রেমের গল্প 'আলাপ'। পরিচালনায় প্রেমেন্দু বিকাশ চাকি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।