কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


সোহিনীর স্যুইডেন সফরের সঙ্গী কি শোভন?


 টলিউডে সোহিনী সরকার (Sohini Sarkar) ও শোভন গঙ্গোপাধ্যায়ের (Shovan Ganguly) প্রেম নিয়ে গুঞ্জন চলছে বেশ কয়েক মাস ধরেই। নিজেদের সম্পর্ক নিয়ে অভিনেত্রী বা গায়ক, কেউই কখনও প্রকাশ্যে মুখ খোলেননি। তবে একাধিক সময় একাধিক স্থানে একসঙ্গে দেখা গিয়েছে। তা বন্ধুর জন্মদিনে একসঙ্গে পার্টি করাই হোক বা বন্ধুর বিয়েতে শাড়ি-পাঞ্জাবি পরে একসঙ্গে ছবি তোলা। ফলে অনুরাগীরা দুইয়ে দুইয়ে চার করতে সময় নেননি। এছাড়া দুই শিল্পীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এক ধরনের ছবিও রয়েছে। সম্প্রতি তাঁদের দুজনের প্রোফাইলেই দেখা যাচ্ছে বরফ ঘেরা ছবি। সোহিনী স্থানের উল্লেখ করলেও শোভন করেননি। ছবি দেখে মনে করা হচ্ছে তাঁরা একসঙ্গে পাড়ি দিয়েছেন স্যুইডেনে।


 




 




বিবৃতিতে সমস্ত দাবি 'অস্বীকার' টিম শাহরুখ খানের


সম্প্রতি বলিউত তারকা শাহরুখ খানের (Shah Rukh Khan) টিমের তরফে একটি বিবৃতি জারি (Clarification Statement) করা হয়েছে যেখানে কাতার (Qatar) থেকে নৌসেনা আধিকারিকদের (Naval Officers) মুক্তিতে তাঁর সাহায্যের প্রসঙ্গে পরিষ্কার করে জানানো হয়েছে। মঙ্গলবার কিং খানের ম্যানেজার পূজা দাদলানি (Pooja Dadlani) একটি বিবৃতি ভাগ করে নিয়েছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানে স্পষ্ট লেখা আছে, শাহরুখ খানের টিম কাতার থেকে নৌবাহিনীর প্রাক্তন আধিকারিকদের মুক্তির সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করছে এবং এই দাবি "ভিত্তিহীন" (“unfounded”) বলে অভিহিত করেছে। পূজা দাদলানির শেয়ার করা বিবৃতিতে লেখা হয়, 'কাতার থেকে ভারতের নৌসেনার আধিকারিকদের মুক্তির ক্ষেত্রে শাহরুখ খানের সক্রিয় ভূমিকার বিষয়ে প্রতিবেদনের ব্যাপারে, শ্রী শাহরুখ খানের কার্যালয় জানাচ্ছে যে তাঁর জড়িত থাকার এই ধরনের দাবি ভিত্তিহীন, এই সফল কার্যকলাপ বাস্তবায়ন সম্ভব শুধুমাত্র ভারত সরকারের উপর নির্ভর করে এবং দ্ব্যর্থহীনভাবে এই বিষয়ে মিস্টার খানের অংশগ্রহণ অস্বীকার করে।'


আরও পড়ুন: Top Entertainment News Today: সরকারি পদ থেকে ইস্তফা মিমির, কেন্দ্রের নয়া নাট্য নির্দেশিকা নিয়ে বিতর্ক, বিনোদনের সারাদিন






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।