কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


শাহরুখ-সোনমের প্রশংসায় বেকহ্যাম


 সম্প্রতি ভারতে এসেছিলেন প্রাক্তন ফুটবলার (Former Footballer) ডেভিড বেকহ্যাম (David Beckham)। UNICEF গুডউইল অ্যাম্বাসাডর (UNICEF Goodwill Ambassador) হিসেবে ভারতে এসে, ব্যস্ত সময়ের মধ্যে খানিক ফাঁকা সময় বের করতে পারেন তিনি। আর সেই সময়ে দেখা সাক্ষাৎ সারেন বলিউডের একাধিক তাবড় তারকাদের সঙ্গে, যাঁদের মধ্যে ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সোনম কপূর (Sonam Kapoor) প্রমুখ। তাঁরা দুজনেই নিজেদের মুম্বইয়ের বাসভবনে আপ্যায়ন করেন বেকহ্যামের। সোশ্যাল মিডিয়ায় ভরে যায় সেই ছবি। তাঁদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন ডেভিড বেকহ্যামও। ম্যান ইউ লেজেন্ড নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে তাঁকে পোজ দিতে দেখা গেল বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। পরের ছবিতে তিনি রয়েছেন সোনম কপূর ও আনন্দ আহুজার সঙ্গে। পোস্টে দুই তারকাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের উষ্ণ আপ্যায়নের জন্য। 


 




সুরঙ্গনাকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা ঋদ্ধির





প্রিয় মানুষের জন্মদিন। তাঁর জন্য বিশেষ পোস্টে শুভেচ্ছা তো থাকবেই। সেই সঙ্গে বিশেষ একটি ছবি। আজ জন্মদিন অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের (Happy Birthday Surangana Bandyopadhyay)। তাঁদের একসঙ্গে অভিনীত সিনেমা 'ওপেন টি বায়োস্কোপ'-এর একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন ঋদ্ধি সেন (Riddhi Sen)। 'যদি সময় শিশিতে জমিয়ে রাখতে পারতাম রোদে শুকোনো আমলকির মতো, জমিয়ে রাখতাম শীতকালের অপরাহ্নের রোদ্দুরটাও, স্মৃতিহীনতার ঘুম ভাঙানোর জন্য।' সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এভাবেই বিশেষ পোস্ট লিখলেন অভিনেতা ঋদ্ধি সেন। অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে শাস্ত্রীয় নাচের পোশাকে রিক্সায় বসে সুরঙ্গনা। তাঁর দিকে অকপলক দৃষ্টিতে তাকিয়ে ঋদ্ধি। অভিনেতার পরনে টিশার্ট, প্যান্ট। দেখলেই একবারে ঠাহর করা যাবে ছবিটি 'ওপেন টি বায়োস্কোপ'-এর ছবি। এই ছবি যে তাঁদের জীবনে অনেকটা জায়গা জুড়ে আছে তা বারবার তাঁদের পোস্টেই প্রকাশ পেয়েছে। এদিনের পোস্টে ঋদ্ধি আরও লেখেন, 'যদি না বলা কথার মালা সাজাতে পারতাম, ভোরবেলা তুলে নেওয়া ফুলের মতো। তবে কথার ভিড়ে ঝরে যায় অতলস্পর্শী চুম্বনগুলো, না বলা কথাও আজ বিজ্ঞাপন বা পণ্য। সময়ে জানে না সুসময় সে কুসময়ে নাকি অসময়, লিখে যায় শুধু বিদায়ের বৃত্তান্ত। যথেষ্ট হবে না কখনও জেনেও সময়ের ধরি হাত, তোমার সাথেই ফুরিয়ে যাওয়ার জন্য।' 

 


 



 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।




https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y