কলকাতা: কালার্স বাংলায় (Colors Bangla) আসছে মহাসপ্তাহ। ফের জুটি বাঁধছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও আর মাধবন (R Madhavan)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
'বন্ধু' শাহরুখ খানের আতিথেয়তায় আপ্লুত বেকহ্যাম, পোস্টে ধন্যবাদ সোনম-আনন্দকেও
সম্প্রতি ভারতে এসেছিলেন প্রাক্তন ফুটবলার (Former Footballer) ডেভিড বেকহ্যাম (David Beckham)। UNICEF গুডউইল অ্যাম্বাসাডর (UNICEF Goodwill Ambassador) হিসেবে ভারতে এসে, ব্যস্ত সময়ের মধ্যে খানিক ফাঁকা সময় বের করতে পারেন তিনি। আর সেই সময়ে দেখা সাক্ষাৎ সারেন বলিউডের একাধিক তাবড় তারকাদের সঙ্গে, যাঁদের মধ্যে ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সোনম কপূর (Sonam Kapoor) প্রমুখ। তাঁরা দুজনেই নিজেদের মুম্বইয়ের বাসভবনে আপ্যায়ন করেন বেকহ্যামের। সোশ্যাল মিডিয়ায় ভরে যায় সেই ছবি। তাঁদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন ডেভিড বেকহ্যামও। ম্যান ইউ লেজেন্ড নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে তাঁকে পোজ দিতে দেখা গেল বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। পরের ছবিতে তিনি রয়েছেন সোনম কপূর ও আনন্দ আহুজার সঙ্গে। পোস্টে দুই তারকাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের উষ্ণ আপ্যায়নের জন্য।
বাবাকে হারিয়ে আবেগঘন অভিনেত্রী সুদীপ্তা
সদ্য বাবাকে হারিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Banerjee)। সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে ছবি দিয়ে কাতরভাবে তিনি বলেছেন, 'বাবা ও বাবা, দরজাটা খোলো। ...কখন থেকে দাঁড়িয়ে আছি, আমি আর তোমায় বলবো না !' মূলত গত ১০ নভেম্বর বাবাকে চিরতরে হারিয়ে ফেলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সপ্তাহ পেরিয়ে একরাশ মনখারাপ নিয়ে সোশ্যালে মন খুললেন আজ তিনি। লিখেছেন, বাবা চলে যাওয়ার সাত দিন। ..এই পৃথিবীর সবথেকে কাছের প্রিয় মানুষটি চলে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। তিনি আবেগঘন পোস্টে লেখেন, 'আর দেখা হবে না, আর কথা হবে না, আর ছুঁতে পারবো না।'
কালার্স বাংলায় 'আগুন ঝরা মহাসপ্তাহ
উৎসবের মরশুম প্রায় শেষ। ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনাও রাত পোহালে শেষ হবে আগামীকাল। আর ঠিক সেই সময়েই বাঙালি দর্শককে ফের মাতিয়ে তোলার নতুন উপাদান নিয়ে হাজির বিনোদনের জনপ্রিয় চ্যানেল কালার্স বাংলা (Colors Bangla)। শুরু হচ্ছে তাদের 'আগুন ঝরা মহাসপ্তাহ' (Agun Jhora Mahashoptaho)। একসঙ্গে তিন মেগা ধারাবাহিকেই এই সপ্তাহে দেখা যেতে চলেছে এমন কিছু ট্যুইস্ট যা দর্শককে শিহরিত করবে। ১৮ নভেম্বর অর্থাৎ আজ থেকে শুরু হচ্ছে 'আগুন ঝরা মহাসপ্তাহ'। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। 'ফেরারি মন', 'রাম কৃষ্ণা', 'তুমি যে আমার মা' ধারাবাহিকে দেখা যাবে শিহরণ জাগানো ট্যুইস্ট।
ফের বড়পর্দায় কঙ্গনা-মাধবন
ফের বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন আর মাধবন (R Madhavan) ও কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। প্যান-ইন্ডিয়া সাইকোলজিক্যাল থ্রিলার (Pan India Psychological Thriller) ছবির জন্য জুটিতে ফিরছেন তাঁরা। আজ থেকে চেন্নাইয়ে (Chennai) শুরু হল ছবির কাজ। চেন্নাইয়ে আজ থেকে শুরু হল কঙ্গনা রানাউত ও আর মাধবনের নতুন ছবির কাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এদিন কঙ্গনা নিজেই এই কাজের ঘোষণা করেন। তিনি লেখেন, 'আজ চেন্নাইয়ে আমরা আমাদের নতুন ছবির কাজ শুরু করলাম, একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বাকি বিস্তারিত খবর আসছে শীঘ্রই। আপাতত আপনাদের সঙ্গ ও আশীর্বাদ চাই এই অসাধারণ ও দারুণ চিত্রনাট্যের জন্য।' এই ছবির পরিচালনায় 'থালাইভি' পরিচালক বিজয়। এর আগে আর মাধবন ও কঙ্গনা রানাউত একসঙ্গে ২০১১ সালে 'তনু ওয়েডস মনু' ও ২০১৫ সালে 'তনু ওয়েডস মনু রিটার্নস' ছবিতে কাজ করেছেন। বিজয়ের পরিচালনায় এই ছবির সিনেম্যাটোগ্রাফি করবেন নীরব শাহ। এর আগে একাধিক বক্স অফিস হিট ছবির কাজ করেছেন তিনি। এই ছবি হিন্দি ও তামিল ভাষায় মুক্তি পাবে।
সুরঙ্গনাকে জন্মদিনে বিশেষ শুভেচ্ছা ঋদ্ধির
প্রিয় মানুষের জন্মদিন। তাঁর জন্য বিশেষ পোস্টে শুভেচ্ছা তো থাকবেই। সেই সঙ্গে বিশেষ একটি ছবি। আজ জন্মদিন অভিনেত্রী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের (Happy Birthday Surangana Bandyopadhyay)। তাঁদের একসঙ্গে অভিনীত সিনেমা 'ওপেন টি বায়োস্কোপ'-এর একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন ঋদ্ধি সেন (Riddhi Sen)। 'যদি সময় শিশিতে জমিয়ে রাখতে পারতাম রোদে শুকোনো আমলকির মতো, জমিয়ে রাখতাম শীতকালের অপরাহ্নের রোদ্দুরটাও, স্মৃতিহীনতার ঘুম ভাঙানোর জন্য।' সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে এভাবেই বিশেষ পোস্ট লিখলেন অভিনেতা ঋদ্ধি সেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।