কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 


'ডন ৩' ছবির নাম ভূমিকায় রণবীর সিংহ


শোনা গিয়েছিল আগেই, এবার সিলমোহর পড়ল প্রযোজনা সংস্থা ও পরিচালকের তরফে। দর্শক নতুন 'ডন' হিসেবে দেখতে চলেছেন রণবীর সিংহকে। অমিতাভ বচ্চনের হাত ধরে যে পথচলা শুরু হয়েছিল, সেই ব্যাটন শাহরুখ খানের হাতে তুলে দিয়েছিলেন ফারহান আখতার নিজেই। কিং খানকে ডন হিসেবে দর্শক বেশ পছন্দই করেছিলেন। তবে এবার 'ডন'কে নিয়ে নতুন প্রজন্ম শুরুর অপেক্ষায় ফারহান। ফলে এবার কিং খান নয়, 'ডন ৩'-তে ডন হিসেবে দেখা যাবে 'এনার্জেটিক' রণবীর সিংহকে। কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়া বিশেষ ভাল নয়। নেটিজেনদের একাংশ যদিও রণবীরের প্রশংসায় পঞ্চমুখ, কিন্তু বাকি একটা বড় অংশ 'হতাশা' প্রকাশ করেছেন নেট দুনিয়ায়। তাঁদের অনেকেরই দাবি, 'এই জন্য ডন ৩ ছবির অপেক্ষা করিনি।' অনেকের মত, নিশ্চয়ই চিত্রনাট্য এত খারাপ যে কিং খান নিজেই বাতিল করেছেন। তবে ভাল হোক বা খারাপ, সোশ্যাল মিডিয়ায় এই লুক টিজার যে ঝড় তুলেছে তা বলাই বাহুল্য।


 






নতুন ছবির প্রস্তুতি নিচ্ছেন পর্দার চন্দন চট্টোপাধ্যায়


টোটা রায়চৌধুরী। তাঁকে ঘিরে বাঙালি দর্শক তো বটেই, উন্মাদনা দেশের সকল বলিউডপ্রেমীর। সম্প্রতি মুক্তি প্রাপ্ত কর্ণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে আলিয়া ভট্টের বাবার চরিত্রে তিনি নজর কেড়েছেন। তবে বেশি প্রশংসা পেয়েছেন একজন কত্থক নৃত্যশিল্পী হিসেবে নিজেকে ভেঙেচুরে নতুন মোড়কে পরিবেশন করার জন্য। ছবি মুক্তির পর প্রথম দিন থেকেই সোশ্যাল মিডিয়া ভরেছে টোটা ও রণবীরের 'ডোলা রে ডোলা' নাচের যুগলবন্দির ভিডিওয়। আক্ষরিক অর্থেই ওঠে 'টোটা ঝড়'। এই প্রশংসার বন্যা অবশ্যই তারিয়ে উপভোগ করেছেন, এবং এখনও করছেন অভিনেতা। তবে, অভিনেতার জীবন তো একটা চরিত্রকে কেন্দ্র করে সবসময় আবর্তিত হতে পারে না। তাই কখনও তিনি যেমন বাঙালির প্রিয় ফেলুদা হয়ে নজর কাড়েন, তেমনই কখনও তিনি চন্দন চট্টোপাধ্যায় হয়ে মন ছুঁয়ে যান। এবার তিনি প্রস্তুতি নিচ্ছেন চন্দন চট্টোপাধ্যায়ের মোড়ক ছেড়ে বেরিয়ে পরবর্তী চরিত্রের জন্য। পোস্ট করলেন তেমনই একটি ভিডিও। পেলেন অনুরাগীদের অঢেল শুভেচ্ছা।


আরও পড়ুন: Top Entertainment News Today: প্রকাশ্যে রণবীর সিংহের 'ডন' লুক, আইনি জটে 'OMG 2' নির্মাতারা, বিনোদনের সারাদিন






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial