কলকাতা: 'ডন ৩' (Don 3) ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রণবীর সিংহকে (Ranveer Singh), প্রকাশ্যে টিজার। ফের আইনি জটে 'ওহ মাই গড ২' (Oh My God 2) ছবির নির্মাতারা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।
প্রকাশ্যে 'ডন ৩' ছবিতে রণবীরের ফার্স্টলুক
শাহরুখ খান নেই জেনে নাক সিঁটকেছিলেন অনেকেই। কিন্তু 'ডন-৩' ছবিকে ঘিরে উৎসাহে খামতি নেই। তাতে এবার বাড়তি মাত্রা যোগ করল ছবির প্রথম লুক। জনপ্রিয় চরিত্রটিতে এবার অভিনয় করছেন রণবীর সিংহ (Ranveer Singh)। তাঁকে নিয়েই সামনে এল ছবির ফার্স্ট লুক, যা আগের থেকে আরও বেশি আধুনিক এবং ঝাঁ চকচকে। মন জিতল ছবির সংলাপও। বুধবার 'ডন-৩' ছবির প্রথম লুক সামনে আনা হয়। তাতে দেখা যায়, নির্জনতা এবং অন্ধকারে মোড়া বহুতল। পিছন ঘুরে বসে রয়েছেন একজন। কাচের ওপারে ঝাঁ চকচকে শহরের দিকে নজর তাঁর। ব্যাকগ্রাউন্ডে ভারী কণ্ঠে শোনা যাচ্ছে স্বগতোক্তি। আর ধীরে ধীরে আবছায়া চেহারার দিকে এগোচ্ছে ক্যামেরা। শেষ দৃশ্যে দেখা মেলে নতুন ডনের।
মুক্তির আগে আইনি জটে 'OMG 2'!
'ওহ মাই গড ২' (Oh My God 2) ছবির নির্মাতাদের আইনি নোটিস (legal notice) পাঠালেন মহাকালেশ্বর মন্দিরের (Mahakaleshwar temple) পুরোহিত। সেন্সরের তরফে 'A' ছাড়পত্র পাওয়ার পর ছবি থেকে মন্দির চত্বরে শ্যুট হওয়া দৃশ্য সরিয়ে ফেলার দাবি জানিয়ে চিঠি লেখা হয়েছে। মহাকালেশ্বর মন্দিরের পুরোহিত চিঠি লিখলেন অক্ষয় কুমারের (Akshay Kumar) ছবির নির্মাতাদের। এছাড়াও জেলা কালেক্টরকেও (district collector) একটি মেমো দিয়েছে মঙ্গলবার আয়োজিত জন সুনাইয়ের সময়। সেখানে তিনি দাবি তুলেছেন এই ছবি ওই জেলায় প্রদর্শন বন্ধ করা উচিত। মহাকাল মন্দিরের পুরোহিত মহেশ শর্মা বলেন, 'আমরা প্রথম থেকেই 'ওহ মাই গড ২' ছবির বিরোধিতা করে এসেছি কারণ মিডিয়া মারফত খবর পাওয়া যাচ্ছিল যে বেশ কিছু অপ্রীতিকর দৃশ্য রয়েছে ছবিতে। আমরা বিরোধিতা করি এবং সফলও হই। ছবিতে ২০ দৃশ্যে কাঁচি চালানো হয়েছে এবং ছবিটিকে 'A' ছাড়পত্র দেওয়া হয়েছে সেন্সর বোর্ডের (Censor Board) তরফে।'
রণবীর সিংহকে 'ডন' রূপে দেখে 'হতাশ' নেটিজেনদের একাংশ
বুধবার সকালে ঘোষণা করা হয় এবার বলিউডের 'ডন' (Don) হতে চলেছেন রণবীর সিংহ (Ranveer Singh)। ফারহান আখতারের (Farhan Akhtar) পরিচালনায় আসছে 'ডন ৩' (Don 3)। আইকনিক এই চরিত্র যা শুরু করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), তারপর সেই ধারা বয়ে নিয়ে যান শাহরুখ খান (Shah Rukh Khan)। এবার সেই চরিত্রে রণবীর সিংহ। কিন্তু পরিচালকের এই সিদ্ধান্তে বিশেষ সন্তুষ্ট নয় সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কমেন্ট দেখেই তাঁদের প্রতিক্রিয়া স্পষ্ট। একজন লেখেন, 'আমি মৃত্যু, ধ্বংসের দেবতা হয়ে উঠব গোটা ফ্র্যাঞ্চাইজির - রণবীর সিংহ'। আবার একজন লেখেন, 'শাহরুখ খান ফ্যান, হতাশ।' তবে কেউ আবার আশাও প্রকাশ করেছেন। একজন লেখেন, 'রণবীরের প্রতি কোনও ঘৃণা নয় কিন্তু আমার মনে হয় শাহরুখ খান জানতেন চিত্রনাট্যটা খারাপ তাই তিনি ডন হতে চাননি। এই টিজারটা খুব খারাপ। মনে হচ্ছে আমি কোনও বিজ্ঞাপন দেখছি। যাই হোক, এটা সবে শুরু এবং মুখ দেখে কিছু বিচার করা উচিত নয়।' অনেকে আবার সস্তার সাইট থেকে ব্র্যান্ডেড পোশাক কেনার সঙ্গেও তুলনা টেনেছেন এই টিজারের। কেউ কেউ তো বেশ অসন্তুষ্ট। তাঁদেরই একজন লেখেন, 'এর জন্য 'ডন ৩'র অপেক্ষা করছিলাম না।' অপর একজন লেখেন, 'আমার চোখ থেকে রক্ত পড়ছে'।
আরও পড়ুন: Bigg Boss OTT 2: 'বিগ বস'-এর বাড়িতে পূজা ভট্টের ফোন! সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়
আগামী কাজের প্রস্তুতি নিচ্ছেন টোটা রায়চৌধুরী
বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তাঁকে ক্যারাটে, পাঞ্চিং, নানচাকু চালনার প্রশিক্ষণ নিতে দেখা গেল। একেবারে 'রাফ অ্যান্ড টাফ' অবতারে দেখা গেল তাঁকে। পরনে কালো টিশার্ট, কালো ট্র্যাক প্যান্ট, মাথায় কালো ব্যান্ডানা, কালো জুতো, হাতে কালো রিস্ট ক্যাপ। দেখে মনে হতে পারে কোনও অ্যাকশন দৃশ্যের প্রস্তুতি নিচ্ছেন। ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'কত্থক থেকে ক্যারাটে, প্রত্যেক স্বরগ্রামের জন্য তৈরি থাকতে হবে।' হ্যাশট্যাগে লেখেন, 'নেক্সট ইজ হোয়াট' অর্থাৎ এরপর কী? কোন ছবি, কার পরিচালনা, সেখানে টোটার চরিত্র কী, বা তিনি আদৌ কীসের প্রস্তুতি নিচ্ছেন, কোনও তথ্যই প্রকাশ করেননি অভিনেতা। আপাতত সকল নেটিজেনই টোটার কীর্তিতে মুগ্ধ। সকলেই অভিনেতার আগামী কাজের জন্যও শুভেচ্ছা জানিয়েছেন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial