কলকাতা: সকালে ঘুম ভেঙে হইহই করে দিনশুরুই হোক, কিংবা সন্ধ্যায় একরাশ মনখারাপ নিয়ে বালিশে মুখ রেখেই হোক, সোশ্যাল মিডিয়া ছাড়া চলা প্রায় দম বন্ধ হওয়ার সমান আজকের নেট দুনিয়ায়। সারাদিনের কাজের বিষয়ই হোক, ঘর আলো করে আসা নতুন অতিথি , কিংবা ছেড়ে চলে যাওয়া প্রিয় মানুষকে নিয়ে দুই লাইন লেখাই হোক অথবা দেশের নাম বদলের মতো বিতর্কিত বিষয়, সবেতেই দেওয়াল নিয়ে দাঁড়িয়ে আছে সোশ্যাল মিডিয়া। আর নিত্যদিন এই প্ল্যাটফর্মে এই বিষয়গুলিতে আর দশজনের মত অংশ নেন টলি বলির সেলেবরাও। আর তাঁদের পোস্ট থেকেই আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করি সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কেড়েছে আলাদাভাবে। টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
দেশের নাম বদল! আর তাই নিয়ে তোলপাড় গোটা দেশই! বিষয়টা ইতিমধ্যেই সবাই জানা। 'ইন্ডিয়া' (India) বাদ দিয়ে এদেশের নাম কি 'ভারত' (Bharat) হতে চলেছে, এই প্রশ্নে ইতিমধ্যেই তোলপাড় গোটা দেশ। অনেকেরই মনে ঘুরছে, মোদি সরকার (Modi Govt) কি এবার দেশের নামই বদলে দেবে? কিন্তু এই জল্পনার শুরু ঠিক কোথায়? আসলে জল্পনার কেন্দ্রে রয়েছে রাষ্ট্রপতির আয়োজনে G20-র নৈশভোজের এই আমন্ত্রণপত্র। যেখানে লেখা রয়েছে - প্রেসিডেন্ট অফ ভারত। এরই মধ্যে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র'র একটি সোশাল পোস্ট ঘিরে জোরাল হয়েছে জল্পনা।
এই প্রসঙ্গে ভিন্ন সুর শোনা যাচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্বদের গলায়। গতকালই নিজের 'এক্স' অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। তিনি লেখেন, 'ভারত মাতা কি জয়'। সেই সঙ্গে তেরঙ্গার ইমোজি ও কমলা ফ্ল্যাগ ইমোজি দেন। এই প্রসঙ্গে ট্যুইট করেছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিনি ইতিহাসের কথা টেনে নিয়ে এসে বলেন, 'এই নামটাকে এত ভালবাসার কী আছে? ওরা সিন্ধু উচ্চারণ করতে পারত না বলে ইন্দাস করে দিয়েছিল। সেখান থেকে হিন্দোস এবং এমনই গোলমাল করে ইন্ডিয়া নামটির উদ্ভব। মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধের পরে সমস্ত সাম্রাজ্য যখন এক ছাতার তলায় আসে, তাকে বলা হয়েছিল ভারত। আমাদের ব্রিটিশরা রেড ইন্ডিয়ান বলত যার অর্থ দাস! ইন্ডিয়া ব্রিটিশদের দেওয়া নাম। পুরনো অভিধানে ভারত নামের অর্থ ছিল দাস। পরবর্তীতে সেটা বদলানো হয়। আমরা ভারতীয়, ইন্ডিয়ান নয়।'
আরও পড়ুন, ১৯৮৯-র সেই ভয়াবহ রাত, রানীগঞ্জ কয়লাখনিতে ত্রাতা হয়ে এলেন অক্ষয়
সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)-র নতুন ছবির সফর শুরু হয়ে সেই বাড়ি থেকে, যেখানে শেষ হয়েছিল 'বাইশে শ্রাবণ' (22 Se Shrabon) ছবির গল্পটা। যদিও এই গল্প 'বাইশে শ্রাবণ' -এর সিক্যুয়াল নয়, প্রিক্যুয়াল। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। আজ যেমন একদিকে মুক্তি পেল 'দশম অবতার' (Dawshom Awbotaar) ছবির পোস্টার, অন্যদিকে প্রকাশ্যে আনা হল চরিত্রদের লুকও। আজ যে পোস্টার প্রকাশ্যে আনা হল, সেখানে যেমন চরিত্রদের ঝলক রইল, তেমনই দেখা গেল 'দশম অবতার' অর্থাৎ শাস্ত্রের ১০টি অবতারের ছবিও। ভগবান বিষ্ণুর ১০টি অবতার, অর্থাৎ ভগবান রাম (তীর-ধনুক), মৎস, নরসিংহ, পরশুরাম, ভগবান বুদ্ধ ও অন্যান্য অবতারগুলি। পোস্টারে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), জয়া আহসান (Jaya Ahsaan) ও যীশু সেনগুপ্তের (Jisshu Sengupta)-র লুক।