কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


কে এই 'জুনিয়র কোটিপতি'?


এক খুদের বুদ্ধিতে হতবাক হলেন 'কৌন বনেগা ক্রোড়পতি' (Kaun Banega Crorepati) সঞ্চালক ও তারকা অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। দর্শকও খুবই পছন্দ করছেন খুদে প্রতিযোগীদের। এবার এই অনুষ্ঠান আরও আকর্ষণীয় হতে চলেছে। অনুষ্ঠানের সবচেয়ে ছোট কোটিপতিকে পাওয়া গেছে এবং সে ১ কোটি টাকা জিতে ৭ কোটির প্রশ্নে পৌঁছে গেছে। কে ইতিহাস গড়া এই সর্বকনিষ্ঠ জুনিয়র কোটিপতি? কী নাম তার? আজকাল বিগ বি-র উল্টোদিকে হটসিটে বসেন ময়ঙ্ক (Mayank)। হরিয়ানার মহেন্দ্রগড়ের বাসিন্দা ময়ঙ্ক। ১২ বছর বয়সী ময়ঙ্ক অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা দিল্লি পুলিশের হেড কনস্টেবল। শোয়ের একটি প্রোমো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেখানেই স্পষ্ট ময়ঙ্কের বুদ্ধি ও জ্ঞান দেখে চমকে গিয়েছেন খোদ অমিতাভ বচ্চন। ময়ঙ্ক মনে করে যে জ্ঞানই এমন একটি জিনিস যার দাম আছে। ময়ঙ্কের বুদ্ধি ও জ্ঞান দেখে অমিতাভ বচ্চন তাকে প্রশ্ন করেন, 'আপনি এসব কোত্থেকে পড়েছেন?' এমনকী ময়ঙ্কের বাবা-মাকেও হতবাক শাহেনশাহ্ জিজ্ঞেস করেন যে ওর এত জ্ঞান কীকরে? তারকার প্রশ্ন শুনে ময়ঙ্কের বাবা বলেন, 'স্যর, ওঁর শিক্ষকেরাও হতবাক হয়ে যান। দুই দিন পর কী পড়ানো হবে, ও সেই ব্যাপারে অগ্রিম জিজ্ঞেস করে নেয়।'


 






'ম্যায় অটল হুঁ' ছবিতে পঙ্কজ ত্রিপাঠীর নজরকাড়া লুক


পঙ্কজ ত্রিপাঠীকে নানা সময়ে নানাভাবে দর্শক পেয়েছেন, এবং প্রত্যেকবারই মন জয় করেছেন তিনি। এবারও 'ম্যায় অটল হুঁ' ছবির ট্রেলারে নজর কেড়েছেন অভিনেতা। তাঁর কঠোর পরিশ্রমের খবরেও অবাক হয়েছেন দর্শক। এবার ঘোষণা করা হল ছবির মুক্তির তারিখ। ২০২৪ সালের ১৯ জানুয়ারি, মুক্তি পাচ্ছে 'ম্যায় অটল হুঁ'। অটল বিহারি বাজপেয়ীর জীবন নিয়ে ছবি তৈরির কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গেই তা আলোড়ন সৃষ্টি করে দর্শক মহলে। এরপর যখন অটলজির চরিত্রে পঙ্কজ ত্রিপাঠীর প্রথম লুক প্রকাশ্যে আসে, তাজ্জব হয়ে যান সকলে। ফলে বলাই বাহুল্য, এই ছবি নিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। মঙ্গলবার, পঙ্কজ ত্রিপাঠী, ছবির মুখ্য ভূমিকায় তাঁর বিভিন্ন লুকের পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে মুক্তির তারিখও ঘোষণা করেন তিনি। অভিনেতা লেখেন, 'সোনার হৃদয়... ইস্পাত কঠিন মানুষ... একজন বহুমুখী কবি... নব্য ভারতের স্বপ্নদর্শী। শ্রী অটল বিহারি বাজপেয়ীর গল্প চাক্ষুষ করুন, 'ম্যায় অটল হুঁ', ১৯ জানুয়ারি ২০২৪ প্রেক্ষাগৃহে।'


আরও পড়ুন: Top Entertainment News Today: চার হাত এক হবে সৌরভ-দর্শনার, এখনও সঙ্কটজনক রোহিত বল, বিনোদনের সারাদিন


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y