কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
সৃজিত মুখোপাধ্যায়ের বাড়িতে নয়া অতিথি
সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) পরিবারে নয়া সদস্যের আগমন। যার ফলে 'গোটা জীবন বদলে' গেল তাঁদের, নিজেই এমনটা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক। তবে নতুন সদস্য মানেই হঠাৎ মনে হতে পারে সন্তান এল তাঁদের কোলে। তা নয়। নয়া পোষ্য নিয়ে এসেছেন সৃজিত। সেও পুঁচকেই, কিন্তু সে মানব শিশু নয়, পাইথন (Python) শিশু! হ্যাঁ। নাম রেখেছেন উলুপি (Ulupi)। সোশ্যাল মিডিয়ায় একটা এক বাক্যের পোস্ট করেন সৃজিত মুখোপাধ্যায়, 'বাড়িতে স্বাগত উলুপি, আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল'। ব্যাস। কে এই উলুপি, কেনই বা বদলে গেল পরিচালকের জীবন? ভাবতে বসেন তাঁর অনুরাগীরা। অনেকেই ভেবে বসেন, ফের বাবা হয়েছেন পরিচালক। হয়তো কোলে এসেছে নবজাতক। কিন্তু তা নয়। তাহলে? তাঁর পোস্টেই এক পরিচিত কমেন্ট করে ছবি দেখতে চাইলেন উলুপির। তাতে মজা করে পরিচালকের উত্তর, 'বাচ্চাদের ছবি দেওয়া ঠিক না। আরও একটু বড় হোক, দেবো।'
শ্রীদেবীর মৃত্যুবার্ষিকী, ছোটবেলার ছবি পোস্ট খুশি কপূরের
২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি, শোকের ছায়া নামে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শনিবার অভিনেত্রীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে একটি ছোটবেলার ছবি পোস্ট করলেন 'আর্চিস' অভিনেত্রী ও শ্রীদেবী কন্যা খুশি কপূর। তিনজনের ছবি। মা শ্রীদেবীর দুই বাহুতে দুই কন্যা। মুখের আদল বলে দেয় ছবির ডানদিকে জাহ্নবী কপূর ও বামদিকে খুশি। শ্রীদেবীকে বলা হয় বলিউডের প্রথম মহিলা সুপারস্টার। ২০১৮ সালে দুবাইয়ে পারিবারিক বিয়ের অনুষ্ঠানে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যু এতটাই আকস্মিক ছিল যে মৃত্যুর কারণ নিয়ে প্রবল জলঘোলা হয়েছিল। এখনও জাহ্নবী বা খুশির দেওয়া একাধিক সাক্ষাৎকারে বারবার উঠে আসে শ্রীদেবী প্রসঙ্গ। স্ত্রীয়ের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন প্রযোজক বনি কপূরও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।