কলকাতা: শারজায় সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রথম দিনে উপস্থিত সলমন খান, ভাইরাল হল ভিডিও। পর্দায় একসঙ্গে করিনা, তব্বু ও কৃতী, প্রকাশ্যে 'ক্রু' ছবির টিজার। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর, দেখে নিন বিনোদনের সারাদিন (Top Entertainment News)।


CCL-এর প্রথম দিনে সলমন খানের 'পারিবারিক' ভিডিও ভাইরাল


শারজায় শুরু হল 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)। গোটা দেশের একাধিক তারকাদের নিয়ে তৈরি টিমের মধ্যে খেলা। প্রথম দিনের শুরুর ম্যাচ ছিল মুম্বই হিরোজ (Mumbai Heroes) ও কেরালা স্ট্রাইকার্সের (Kerala Strikers) মধ্যে। খেলা দেখতে হাজির হয়েছিলেন বলিউড তারকা সলমন খান (Salman Khan)। সলমন খান নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। সেখানে দেখা যাচ্ছে মা সুশীলা চরকের সঙ্গে কথা বলছেন অভিনেতা। গ্যালারিতে বসে খেলা উপভোগ করছিলেন তিনি। সেখানেই মায়ের সঙ্গে কথা বলতে বলতে, তাঁর কপালে, গালে আদুরে চুম্বন করলেন তারকা পুত্র। বাদ গেলেন না মাও। ছেলের গালে স্নেহের চুম্বন আঁকলেন তিনিও। এদিন দেখা গেল ভাগ্নে ও ভাগ্নি, আহিল ও আয়াতের সঙ্গে কথা বললেন সলমন। বোন অর্পিতা খানের দুই সন্তান তাঁরা।


সৃজিতের জীবনে নয়া সদস্যের আগমন


সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) ও রাফিয়াত রাশিদ মিথিলার (Rafiath Rashid Mithila) পরিবারে নয়া সদস্যের আগমন। যার ফলে 'গোটা জীবন বদলে' গেল তাঁদের, নিজেই এমনটা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক। তবে নতুন সদস্য মানেই হঠাৎ মনে হতে পারে সন্তান এল তাঁদের কোলে। তা নয়। নয়া পোষ্য নিয়ে এসেছেন সৃজিত। সেও পুঁচকেই, কিন্তু সে মানব শিশু নয়, পাইথন (Python) শিশু! হ্যাঁ। নাম রেখেছেন উলুপি (Ulupi)। 


Ideas of India-র মঞ্চে তমন্না ভাটিয়া


তমন্না তাঁর 'বাহুবলী' থেকে 'বাবলি বাউন্সার'-এর সফর নিয়ে কথা বলেন। অভিনেত্রী বলেন, 'এটা সত্যি যে, আপনার ভিতরের ক্ষমতা আবিষ্কার করতে মাঝে মাঝে অন্য একজনের চোখের প্রয়োজন হয়। আমার জন্য, সেই মানুষটি ছিলেন এস এস রাজামৌলি।' তাঁর কথায়, 'বাহুবলী'তে কাজ না করলে নিজের অভিনয় ক্ষমতা নিয়ে এত দৃঢ়তা বা আত্মবিশ্বাস তাঁর গড়ে উঠত না। 


শান্তিলাল মুখোপাধ্যায়ের নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি


স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র (short film) আসতে চলেছে। সৌম্য চক্রবর্তীর পরিচালনায়, সন্তোষ কুমার শর্মা প্রযোজিত ছবির নাম 'প্রতিবিম্ব' (Protibimbo)। ছবিতে শুভময় চক্রবর্তীর চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায়কে দেখা যাবে এবং চিত্রগ্রাহক ত্রয়ীর চরিত্রে অভিনয় করেছেন মণীষা তালুকদার। এছাড়াও ছবিতে রয়েছে একটি সুন্দর প্রেমের গান, তৈরি করেছে 'RnD The Musical Hub'। আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাহুল মজুমদার। অতিরিক্ত ভালবাসা বা মোহ থেকে কীভাবে জন্ম হয় একজন মানসিকভাবে বিকৃত খুনির। এই ছবিতে সেই গল্পই দেখবেন দর্শক। চিত্রগ্রাহকের সঙ্গে সাইকোকিলারের যোগসূত্র ঠিক কী তা জানা যাবে এই ছবিটি দেখলে। 


প্রকাশ্যে 'ফ্ল্যাশব্যাক' টিজার


প্রায় ৪৪ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও, নেই একটি সংলাপের ঝলক। প্রকাশ্যে এল 'ফ্ল্যাশব্যাক' ছবির টিজার ('Flashback' Teaser Out)। থ্রিলার ঘরানার এই ছবির টিজার মন জয় করতে পারল দর্শকের? মুক্তি পেল 'ফ্ল্যাশব্যাক' ছবির রহস্যে মোড়া অফিসিয়াল টিজার। অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), সৌরভ দাস (Sourav Das) ও শবনম বুবলী (Shabnam Bubli) এবার কাজ করবেন একসঙ্গে, এক ছবিতে। এই ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন জনপ্রিয় পরিচালক রাশেদ রাহা।


প্রকাশ্যে করিনা-তব্বু-কৃতীর ফিল্মের টিজার


মুক্তি পেল বলিউড ছবি 'ক্রু'র টিজার ('Crew' Teaser Out)। প্রথমবার একসঙ্গে এক পর্দায় তিন তারকা, করিনা কপূর খান (Kareena Kapoor Khan), তব্বু (Tabu) ও কৃতি শ্যানন (Kriti Sanon)। শুক্রবার প্রথম লুক প্রকাশের পর কৌতুক পূর্ণ টিজার প্রকাশ পেল। রাজেশ কৃষ্ণণ পরিচালিত 'ক্রু' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৯ মার্চ। মুখ্য চরিত্রে বলিউডের তিন ডিভা, করিনা, তব্বু ও কৃতী। নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকেই শেয়ার করলেন টিজার। সেখানে ঝলক মিলল অভিনেতা-গায়ক দিলজিৎ দোসানজ ও অভিনেতা-কমেডিয়ান কপিল শর্মার। টিজারেই স্পষ্ট এই ছবি খিল ধরাবে দর্শকের পেটে। 


আরও পড়ুন: Ideas Of India 3.0: 'কাজ, খ্যাতি, ঐশ্বর্য, স্বামী-সন্তান, সবকিছুই বৃথা হয়ে যায় যদি মানসিক শান্তি না থাকে', মত করিনা কপূর খানের


Ideas of India-র মঞ্চে করিনা কপূর খান


প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) কাজ করে চলেছেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। একাধিক মন ছুঁয়ে যাওয়া চরিত্রের জন্য ভূয়সী প্রশংসার সঙ্গে একাধিক পুরস্কারও ভরেছেন ঝুলিতে। অনেক সময় অনেককেই বলতে শোনা যায় 'মহিলারা সবকিছু সবসময় পেয়ে ওঠেন না'। তারকা লেখক চেতন ভগত ঠিক এই প্রেক্ষিতেই প্রশ্ন করেন অভিনেত্রীকে। কাজ, খ্যাতি, ঐশ্বর্য, পরিবার, স্বামী, সন্তান, সংসার... একজন মহিলা কি সবটা একসঙ্গে জয় করতে পারেন? করিনা কপূরের কথায়, 'আমার মনে হয় কেবল মহিলা নন, প্রত্যেক মানুষই সবটা জয় করতে পারেন, নারী, পুরুষ, সকলেই। কিন্তু আমি মনে করি যেটা আমার কাছে আছে, এবং যে জিনিসটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি এইসব কিছুর মধ্যে, তা হল আমি সুখী। এবং সুখ হচ্ছে এমন একটা জিনিস যা আমার আছে কারণ আমার আনন্দ হচ্ছে আমার মানসিক স্থিতিশীলতা। এবং খ্যাতি, ঐশ্বর্য, কেরিয়ার, স্বামী, সন্তান সবকিছু বৃথা হয়ে যাবে যদি সেই মানসিক ক্ষমতা বা মানসিক সুখ না থাকে। তাই আমি মনে করি, ওই জিনিসটা একজন নারীর সংরক্ষণ করা উচিত। আত্মরক্ষা সুখের আসল চাবিকাঠি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।