কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


রণবীরের দিকে একদৃষ্টে তাকিয়ে তৃপ্তি, ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন অভিনেত্রী?


'অ্যানিম্যাল' মুক্তির আগে একটি প্রচারে একসঙ্গে পোজ দিতে তৈরি হচ্ছিলেন ছবির গোটা টিম। সেই সময়েরই একটি ভিডিও হয়েছে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে রণবীর কপূর সামনে দাঁড়িয়ে কারও সঙ্গে কথা বলছেন। আর এই গোটা সময়টা সামনে দাঁড়ানো তারকাকে একদৃষ্টে দেখছেন অভিনেত্রী। মুগ্ধ সেই দৃষ্টি, আশেপাশে কী হচ্ছে তার কোনও খেয়ালই নেই অভিনেত্রীর। অভিনেত্রীর সেই মুহূর্তের প্রসঙ্গে বলতে গিয়ে জানান যে অত তারকার সঙ্গে এক মঞ্চে দাঁড়াতে পেরে খানিক নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি। সেই সময় সকলেই ছবি তোলার পোজ দেওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। কিন্তু তৃপ্তি সেখানেই এতই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে পরের দিন অভিনেত্রীর বাবা ফোন করেন তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তিকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমরা স্ক্রিনিংয়ে ছিলাম। আর গোটা কাস্টের শ্যুট করতে চাইছিলেন ওঁরা। 'অ্যানিম্যাল' ছবির পুরো কাস্টকে একসঙ্গে চাইছিলেন তাঁরা। আর সেখানে লোকজন কথা বলে চলেছেন। আর উনি (রণবীর কপূর) ঠিক আমার সামনে দাঁড়িয়ে কারও সঙ্গে একটা কথা বলছিলেন। তো আমার সামনে দাঁড়িয়ে কেউ যদি কারও সঙ্গে কথা বলে তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনার চোখ সেই মানুষটার দিকে চলেই যাবে।'


 




সাবিত্রী চট্টোপাধ্যায়ের জন্য সম্বন্ধ এসেছিল পরাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে? 


জনপ্রিয় অনুষ্ঠান 'দাদাগিরি'র (Dadagiri) মঞ্চে ফের একবার চাঁদের হাট। বড়দিনের আবহে মুক্তি পাবে দেবের 'প্রধান' (Pradhan)। গেম শোয়ে এবার বসবে 'প্রধান' আসর। প্রকাশ্যে এল তারই প্রোমো (Promo Out Now)। অনুরাগীদের উচ্ছ্বাস বাঁধ ভাঙা। মঙ্গলবার, জি বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হল 'দাদাগিরি'র নতুন পর্বের প্রোমো। মঞ্চে হাজির হতে চলেছেন গোটা 'প্রধান' ছবির টিম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঞ্চালনায় এদিন অনুষ্ঠানে এদিন একের পর এক গুগলি, বাউন্সার সামলাবেন দেব (Dev), সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee), পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee), মমতাশঙ্কর, সোহম চক্রবর্তী, সৌমিতৃষা কুণ্ডু, অম্বরীশ ভট্টাচার্য, রোহিত মুখোপাধ্যায়ের মতো তাবড় তারকারা। মঙ্গলবার প্রকাশিত প্রোমোতেই আভাস মিলল হাসি-ঠাট্টা-আড্ডার। সাবিত্রী চট্টোপাধ্যায়ের মুখেই জানা গেল তাঁর জন্য নাকি পরাণ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধ এসেছিল। কী বললেন তিনি? প্রোমোতে শোনা যাচ্ছে, সাবিত্রী চট্টোপাধ্যায় বলছেন, 'আমার যখনই একটুখানি কাউকে ভাল লেগেছে, তিন দিনের মাথায় শুনেছি তাঁর বউ আছে'। এই শুনে হাসিতে ফেটে পড়েন মহারাজ। এখানেই শেষ নয়। ঝলমলে হাসি পরাণ বন্দ্যোপাধ্যায়ের মুখেও, যা একেবারেই নজর এড়ায়নি সৌরভের। সেই শুনে পরাণের দিকে দেখিয়ে সাবিত্রী ফের বলেন, 'আমার জন্যও সম্বন্ধ এসেছিল। অনেক চেষ্টা করেছিলাম। বিয়ে আর করা হল না।' পাশ থেকে সৌরভ বলে ওঠেন, 'কী করলে পরাণ দা?' ততক্ষণে অবশ্য সাবিত্রীর এই খুনসুটি-ভরা গল্প শুনে দেব থেকে মমতাশঙ্কর, হেসে খুন প্রত্যেকে। 


 






আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।