বলিউডে ১৫ বছর কাটিয়ে ফেলেও, আজও আমি মন থেকে মধ্যবিত্ত, কে বললেন একথা জানেন

Continues below advertisement
নয়াদিল্লি:  একজন প্রতিষ্ঠিত মডেল থেকে আজ তিনি পরিপূর্ণ অভিনেতা। যাঁরা কাছ থেকে জন অ্যাব্রাহামকে দেখেছেন, তাঁরা সকলেই জানেন জনের যাত্রাপথ অনেকের কাছেই বিশেষ অনুপ্রেরণার। সম্প্রতি এক সাক্ষাতকারে জন বলেন, তিনি পনেরো বছর বলিউডে কাটিয়ে ফেললেও, মন থেকে এখনও ভীষণই মধ্যবিত্ত। তাই তিনি খুব সাধারণভাবে জীবন কাটাতে পছ্ন্দ করেন।   পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি প্রচার পাওয়ার জন্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো পছন্দ করি না। আমার কোনও দেহরক্ষী নেই, ঘড়ি পরি না, খুব সাধারণ গাড়ি ব্যবহার করি। সাধারণ ভাবেই দিন কাটাই, এবং সেভাবেই কাটাতে চাই।
Continues below advertisement
Sponsored Links by Taboola