ট্রেন্ডিং

অল্প বয়সে বাবা-কাকাকে হারিয়েছি, মা সাপোর্ট করেছিলেন বলেই ইন্ডাস্টিতে টিকে আছি

এবার করোনার থাবা বলিউডে! আক্রান্ত হয়েই সবাইকে সতর্ক করলেন এই অভিনেত্রী

কান-এর লাল গালিচায় ছেঁড়া গাউন! ফের ট্রোলের শিকার উর্বশী রাউতেলা

কোথায় সেই এক মাথা কোঁকড়া চুল! রাজ-কন্যা ইয়ালিনিকে দেখে অবাক নেটদুনিয়া

কোটি কোটি টাকা দিয়ে মুম্বইতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন তাপসী! রয়েছে কী কী সুবিধা?
আকাশছোঁয়া পারিশ্রমিক চাওয়াই কাল? শ্রদ্ধা কপূরের হাতছাড়া হল বড় পরিচালকের সিনেমা
বলিউডে ১৫ বছর কাটিয়ে ফেলেও, আজও আমি মন থেকে মধ্যবিত্ত, কে বললেন একথা জানেন
Continues below advertisement

জন আব্রাহাম
নয়াদিল্লি: একজন প্রতিষ্ঠিত মডেল থেকে আজ তিনি পরিপূর্ণ অভিনেতা। যাঁরা কাছ থেকে জন অ্যাব্রাহামকে দেখেছেন, তাঁরা সকলেই জানেন জনের যাত্রাপথ অনেকের কাছেই বিশেষ অনুপ্রেরণার। সম্প্রতি এক সাক্ষাতকারে জন বলেন, তিনি পনেরো বছর বলিউডে কাটিয়ে ফেললেও, মন থেকে এখনও ভীষণই মধ্যবিত্ত। তাই তিনি খুব সাধারণভাবে জীবন কাটাতে পছ্ন্দ করেন।
পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমি প্রচার পাওয়ার জন্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো পছন্দ করি না। আমার কোনও দেহরক্ষী নেই, ঘড়ি পরি না, খুব সাধারণ গাড়ি ব্যবহার করি। সাধারণ ভাবেই দিন কাটাই, এবং সেভাবেই কাটাতে চাই।
Continues below advertisement
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে