Ekta Kapoor: অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতা নতুন ঘটনা নয়। তবে এবার প্রতারকরা ব্যবহার করছে একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের নাম, এমন অভিযোগ করেছেন জিতেন্দ্র কন্যা নিজেই। নতুন অভিনেতা-অভিনেত্রীদের তাই সাবধান করে দিয়ে ইনস্টাগ্রামে সতর্কবার্তা দেওয়া হয়েছে বালাজি টেলিফিল্মসের তরফে। ভুয়ো 'কাস্টিং কল' আসতে পারে প্রতারকদের থেকে। আর সেই প্রসঙ্গেই উঠতি অভিনেতা-অভিনেত্রীদের সাবধান করা হয়েছে যাতে তাঁরা ফাঁদে না পড়ে।
বালাজি টেলিফিল্মসের ইনস্টাগ্রাম পেজে যে পোস্ট করা হয়েছে সেখানে ক্যাপশন লেখা হয়েছে, 'গুরুত্বপূর্ণ নোটিস - আমাদের অফিশিয়াল চ্যানেল ছাড়া বাকি যেকোনও অ্যাকাউন্ট থেকে অভিনয়ে সুযোগ দেওয়া হবে এমন দাবি করলে তা সম্পূর্ণ ভুয়ো। আপনাদের স্বপ্ন নিরাপত্তা প্রাপ্য। তাই ভুয়ো কাস্টিং কলের ফাঁদে পড়ে শিকার হবেন না। সবসময় যাচাই করে নিন।' একতা কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও এই পোস্ট শেয়ার করেছেন।
বালাজি টেলিফিল্মসের ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে বিশাল এবং পূজা নামে দু'জন pooja_castingdirector - এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালান এবং সেখানে পূজা নিজেকে বালাজি টেলিফিল্মসের একজন অ্যাসিসট্যান্ট কাস্টিং ডিরেক্টর বলে দাবি করেছেন। এই মহিলার সঙ্গে বালাজি টেলিফিল্মসের কোনও যোগাযোগ বা সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে বালাজি টেলিফিল্মসের তরফে। উঠতি অভিনেতাদের থেকে বালাজি টেলিফিল্মসের নাম করে যে অন্যায্য, অযৌক্তিক সুবিধা নেওয়া হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দাও করা হয়েছে। পূজা নামের ওই মহিলার সঙ্গে কোনও সম্পর্ক বা যোগাযোগ যে বালাজি টেলিফিল্মসের নেই, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে বালাজি টেলিফিল্মসের যে কোনও সম্পর্ক নেই তাও বলা হয়েছে।
এর পাশাপাশি এও জানানো হয়েছে যে, বালাজি টেলিফিল্মসের বিভিন্ন প্রোজেক্টের সমস্ত কাস্টিং করা হয়ে সংস্থার অফিশিয়াল এবং ভেরিফায়েড চ্যানেল থেকে। সাধারণ মানুষ এবং উঠতি অভিনেতা-অভিনেত্রীদের সতর্ক করে একতা কাপুরের প্রযোজনা সংস্থা এও জানিয়েছে যে, এই ধরনের ফাঁদের শিকার হওয়ার থেকে তাঁরা যেন বিরত থাকেন। নাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বারংবার বালাজি টেলিফিল্মস এবং একতা কাপুরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে।