লস অ্যাঞ্জেলস: পয়লা জানুয়ারি চোখ খুলে লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা দেখলেন, তাঁদের সাধের হলিউড গাঁজা হয়ে উড়ে গেছে টানের চোটে।



কেউ একজন হলিউডের বিখ্যাত সিম্বল একটু পাল্টে হলিউইড করে দিয়েছেন। জানা গেছে, স্থানীয় পুলিশ তদন্তে নেমে জানার চেষ্টা করছে, এমনটা কার মাথা থেকে বার হল।