মুম্বই: মাত্র কিছুদিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে আন্তর্জাতিক খ্যাতি প্রাপ্ত ওয়েব সিরিজ 'মানি হাইস্ট'-এর (Money Heist) পঞ্চম সিজনের দ্বিতীয় পর্ব। এরই মধ্যে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) অনুরাগীদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন তাঁর নয়া অবতারে। নিজেকে সিরিজের প্রোফেসরের (El Professor) লুকে সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একটি ভিডিও।
ইনস্টাগ্রামে সোমবার একটি ভিডিও শেয়ার করেন তিনি। সেখানে তাঁকে 'বেলা চাও'-এর নিজস্ব একটি প্রকার বাজিয়ে শোনাচ্ছেন তিনি। এরপরই প্রোফেসরের মতো গাঢ় স্যুট ও চশমা পরে, সেরকমই দাড়ি ও চুলে দেখা গেল অভিনেতাকে।
ভিডিওটি দেখে 'মানি হাইস্ট' অনুরাগীদের সঙ্গে আয়ুষ্মানের অনুরাগীরাও মুগ্ধ। একের পর এক কমেন্টে প্রকাশ পায় তাঁদের উচ্ছ্বাস। নিমেষে ভাইরাল হয়ে যায় ভিডিও।
ভিডিও পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, 'একবার যে 'মানি হাইস্ট'-এর ফ্যান হয়, সে সবসময়েই 'মানি হাইস্ট'-এর ফ্যান থাকে। তারপর সে বাথরুমে থাকুক বা রেগ কার্পেটে।' পোস্টের নিচে এক অনুরাগীর মন্তব্য, 'নেটফ্লিক্স, এবার প্রোফেসর হিসেবে আয়ুষ্মান, প্লিজ।' অপর একজন লেখেন, 'ফাইনাল সিজনের জন্য আর তর সইছে না।'