কলকাতা: কালো গাউনে যখন তিনি প্রিমিয়ারে এলেন, তখন যেন হাতে করে নিয়ে এলেন একমুঠো প্রাণ। হইহই করে উঠল সবাই, ঘিরে ধরল ক্যামেরা। সেই চেনা মুক্তো ঝরানো হাসি, সাবলীল ছন্দ... আজকের সন্ধেটা যেন তাঁরই। ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। পর্দার ফুল্লরা, ফাটাফাটি (Fatafati)-র নায়িকা। 


শুক্রবার, প্রিয়া সিনেমায় তারকা সমাগমের মধ্যে নজর কাড়ছিলেন ছবির নায়িকা। এদিনের ড্রেস কোড হিসেবে ঠিক করা হয়েছিল কালো রঙ। তাই নায়ক, নায়িকারা প্রত্যেকেই সেজেছিলেন কালো পোশাকে। কালো গাউনে যেমন নজর কেড়েছেন ঋতাভরী, তেমনই কালো পাঞ্জাবিতে ধরা দিলেন টলিউডের হার্টথ্রব আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। পর্দার বাচস্পতি। তিনি অবশ্য প্রিমিয়ারে আসেন একটু পরে। চন্দননগরে 'ফাটাফাটি' মুক্তির দিন খোলা হয়েছিল একটি প্রেক্ষাগৃহ। তারই উদ্বোধনে শহরতলিতে পাড়ি দিয়েছিলেন আবির। সেখান থেকেই প্রিমিয়ারে হাজির হয়েছিলেন তিনি। অফ শোলডার গাউনে নজর কাড়ছিলেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)-ও।


প্রিমিয়ারে কখনও সামনের সারিতে বসে নিজেকে পর্দায় দেখছিলেন ঋতাভরী, তাঁর মুখে তৃপ্তির হাসি। একই প্রতিক্রিয়া আবির, স্বস্তিকারও। বিরতিতে ঋতাভরী একবার শিশুর মত আনন্দে ছুটে গেলেন মায়ের কাছে। দর্শকাসনে বসে মেয়ের ছবিতে চোখ রেখেছিলেন মা শতরূপা স্যানাল ও দিদি চিত্রাঙ্গদা শতরূপা। ঋতাভরীকে বুকে জড়িয়ে ধরলেন মা। শিশুর মতো হাসাহাসি, খুনসুটিতে একটুকরো পারিবারিক মুহূর্ত। ঋতাভরীকে নিয়ে যে গর্বিত, উচ্ছ্বসিত মা-দিদি, প্রেক্ষাগৃহের অন্ধকারেও তা যেন উজ্জ্বল। দর্শকাসনে ছিলেন আবির-পত্নী নন্দিনীও। নজর এড়াল না নায়কের 'লেডি লাভ'-এর সঙ্গে তাঁর রসায়নও। এদিন নন্দিনীও সেজেছিলেন কালো শাড়িতে।


ছবির প্রচারের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়েছে তাঁদের। বহু মানুষদের সঙ্গে মিশে যেতে হয়েছে। সেই অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়ে আবির বললেন, 'ছবিটা সদ্য মুক্তি পেয়েছে, এখনও আমরা মানুষের প্রতিক্রিয়ার অপেক্ষাতে রয়েছি। তবে প্রচারের সময় যত মানুষের সঙ্গে মিশেছি, তাঁরা বলেছেন, এই গল্পটা বলার দরকার ছিল। আমাদেরও তো নিজেদের গল্পকে বড়পর্দায় দেখতে ইচ্ছা করে।' ঋতাভরী যোগ করেন, 'আশা করছি, মানুষ নিজেদের জীবনের ওঠাপড়ার সঙ্গে মিলিয়ে নিতে পারবেন এই ছবিটা। আর তাই হয়তো, দর্শকের আরও কাছে পৌঁছে যাবে বলেই আমাদের আশা।'


অফ শোলডার গাউনে প্রিমিয়ারে নজর কাড়ছিলেন পর্দার বিকি সেন ওরফে স্বস্তিকা দত্ত। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। মাঝে মাঝে অবশ্য চোখও রাখছিলেন পর্দায়। প্রিমিয়ারে হাজির ছিলেন ছবির আরও তিন গুরুত্বপূর্ণ চরিত্রের অভিনেত্রী দেবশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংঘ ও অরিজিতা মুখোপাধ্যায়। সাদা শাড়িতে নজর কাড়ছিলেন অরিজিতা। সংঘশ্রীর ফ্লোরাল শাড়ি যেন তাঁর স্বভাবেরই প্রতিচ্ছবি, ঝলমলে। ড্রেস কোড মেলে দেবশ্রী পরেছিলেন কালো শাড়ি। সাদামাটা শার্টে প্রিমিয়ারে ছিলেন পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। তিনি যেন দর্শকদের প্রতিক্রিয়ার অপেক্ষাতেই রয়েছেন কেবল। ছিলেন প্রযোজক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ও। অসুস্থতার কারণে আসতে পারেননি নন্দিতা রায়। প্রিমিয়ারে হাজির হয়েছিলেন মনামী ঘোষ, শোলাঙ্কি রায়, কাঞ্চন মল্লিক, ইমন চক্রবর্তী, নন্দিনী চট্টোপাধ্যায় ও অন্যান্যরাও। 


সব শেষে পর্দার ফুল্লরা আর বাচস্পতির বার্তা, 'ফাটাফাটি এখন আমাদের নয়, আপনাদের ছবি।'