রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নিয়োগ থেকে কয়লা, গরুপাচারে নাম জড়িয়েছে দলের নেতাদের। সেই আবহে, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে দলীয় কর্মীদের সতর্কবার্তা। গরিব মানুষের কাছ থেকে টাকা নিলে দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা (Saokat Molla)। জানালেন, কাউকে দোষারোপ করবেন না, দলের নেতাদেরই কিছু দোষ রয়েছে (South 24 Parganas News)।


গরিব মানুষের থেকে টাকা নিলে, দল থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি


শুক্রবার এমন মন্তব্য করেন সওকত। তাঁর কথায়, "আইএসএফ-কে দোষ দেব না। আমাদের কিছু ভিখারি নেতা আছে। এদের কাজ কী? হাত পেতে টাকা নেওয়া, যারা ঘরের জন্য, রাস্তার জন্য করে টাকা চায়। গরিব মানুষের কাছ থেকে নিলে, দল থেকে বের করে দেওয়া হবে। "

কখনও আবাস যোজনায় বাড়ি পেতে কাটমানি দিতে হয় বলে অভিযোগ ওঠে। কখনও আবার দোকানের বাইরে সামান্য গ্রিল লাগাতে গেলে তোলা চাওয়ার অভিযোগ। আবার কখনও জমিতে মাটি ফেলার জন্য দাবি করা তোলা না পেয়ে দম্পতিকে বেধড়ক মারধরের ঘটনা সামনে এসেছে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বার বার উঠেছে কাটমানি নেওয়া বা তোলাবাজির অভিযোগ।


আরও পড়ুন: Mamata-Salman Meet: ফিশফ্রাই-মিষ্টিতে আপ্যায়ন, নিজের আঁকা ছবিও সলমনকে উপহার মুখ্যমন্ত্রীর


এই প্রেক্ষিতে, পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা-কর্মীদের সতর্ক করে করে দিলেন সওকত। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে এক দলীয় সভায় কড়া বার্তা দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক ও ভাঙড় বিধানসভার পর্যবেক্ষক সওকত। তাঁকে বলতে শোনা যায়, "ঘরের জন্য দাও ৫ হাজার-১০ হাজার। বিচারের জন্য দাও ৫ হাজার-১০ হাজার। রাস্তার জন্য দাও ৫ হাজার-১০ হাজার। আমার এখন থেকে গোটা বিধানসভাতে চালু করেছি ভাঙড়ে, যদি কোনও নেতা ৫ টাকা গরিব মানুষের কাছে চায়, তাকে ২৪ ঘণ্টার মধ্যে পার্টি থেকে সসম্মানে বের করে দেওয়া হবে, এই সিদ্ধান্ত আমি নিয়েছি।"


সওকতকে তীব্র কটাক্ষ করেছেন বিরোধীরা

সওকতের বক্তব্যকে সমর্থন করেছেন একদা তাঁর বিরোধী বলে পরিচিত তৃণমূল নেতা কাইজার আহমেদ। যদিও তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। তাদের মতে, আপাদমস্তক দুর্নীতিতে জড়িত একটা দল স্বচ্ছতার কথা বলছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার পর ২০২৪-এ লোকসভার মহাযুদ্ধ। তার আগে দলের ভাবমূর্তি উজ্জ্বল করলে মরিয়া তৃণমূল। সেই আবহেই দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিলেন সওকত।