মুম্বই: দঙ্গল-এ তাঁরা ছিলেন দুই পিঠোপিঠি বোনের ভূমিকায়। বাস্তবেও সানিয়া মালহোত্রা ও ফাতিমা সানা শেখের বেজায় বন্ধুত্ব। এবার তাঁদের দেখা গেল দিলবর গানের সঙ্গে নাচতে। ফাতিমা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিওটি।
[embed]https://www.instagram.com/p/Bl2lgc_hXSj/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]
[embed]https://www.instagram.com/p/Bl2oQ5tFPNc/?utm_source=ig_embed&utm_campaign=embed_loading_state_control[/embed]
ফাতিমা এখন কাজ করছেন আমির খানের ঠগস অফ হিন্দোস্তান ছবিতে। তাঁরা দুজনে ছাড়াও ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ। আর সানিয়াকে দেখা যাবে আয়ুষ্মান খুরানার সঙ্গে বধাই হো ছবিতে।
দেখুন! দিলবর গানের সঙ্গে দুই দঙ্গল কন্যার নাচ
ABP Ananda, Web Desk
Updated at:
31 Jul 2018 10:45 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -