এবার তাঁর শাড়ি পরা ছবি দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া সম্পূর্ণ বিভক্ত। অনেকেই ফতিমার প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু ট্রোলাররা ছাড়লেন না। অনেকে যখন তাঁকে দেখে 'গর্জিয়াস', 'বোল্ড অ্যান্ড বিউটিফুল', 'গ্রিক গডে'র মতো লাগছে বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। তখন বহু লোকেই তাঁকে নির্লজ্জ, 'শেম শেম শেম' বলে কটাক্ষ করতে ভোলেননি। তবে কয়েকজন ফতিমাকে অনুরোধ করেছেন এবার পর্নস্টার হওয়ার জন্যে।
তবে এধরনের বিদ্রুপাত্মক মন্তব্য যেমন করেছেন, তেমনই অনেক নেটিজেনরা ফতিমার ছবি দেখে বলেছেন আমির নতুন যুগের মধুবালাকে খুঁজে পেয়েছেন। সেখানেই আরেকজন জানালেন আমির নাকি ফতিমার নামে ট্যাটু বানিয়েছেন। অনেকেই মনে করছেন হয়তো আমিরকে খুশি করতেই ফতিমার এই পরিবর্তন। এইমুহূর্তে ফতিমা পেশাদার ক্ষেত্রে 'ঠগস অফ হিন্দুস্তান' ছবিটি নিয়ে ব্যস্ত রয়েছেন।