কলকাতা: তিনি কি নিজের সঙ্গে জন্মদিন মিলিয়ে তবেই নিজের ছবির জন্য ফেলুদা বাছেন? নাহলে তাঁর দুই ফেলুদার জন্মদিনই মিলে যায় পরিচালকের সঙ্গে! আপাতত, নতুন ছবি 'নয়ন রহস্য'-র শ্যুটিংয়ে ব্যস্ত সন্দীপ রায় (Sandip Roy)। আর সেই ছবির শ্যুটিংয়েই, তাঁর বর্তমান ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তের (Indranil Sengupta)-র সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন সত্যজিৎ পুত্র। 


'নয়ন রহস্য'-কে এবার পর্দায় আনছেন সন্দীপ রায়। এর আগে, ইন্দ্রনীলকে নিয়ে আরও একটি ফেলুদার গল্প তৈরি করে ফেলেছেন তিনি। 'হত্যাপুরী'। সেই গল্পের হাত ধরেই এক নতুন ফেলুদাকে পেয়েছিল দর্শক। তাঁকে নিয়েই নতুন ফেলুদার ছবি তৈরি করছেন পরিচালক। আর সেই ছবির সেটেই সম্প্রতি জন্মদিন পালন করেছেন তিনি। দিনটা ছিল ৮ সেপ্টেম্বর।


তবে এই প্রথম যে পর্দার ফেলুদার সঙ্গে সেটে কেক কেটে সন্দীপ রায় জন্মদিন পালন করছেন তা নয়। তাঁর সবচেয়ে দীর্ঘ সময়ের ফেলুদা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)-র জন্মদিনও ছিল এই ৮ সেপ্টেম্বরই। সব্যসাচীর সঙ্গেও শ্যুটিং সেটে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন সন্দীপ রায়। আর জন্মদিন পালনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ইন্দ্রনীল। 


সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন ইন্দ্রনীল। একটি বড় কেকে লেখা ছিল, শুভ জন্মদিন বাবুদা ও ফেলুদা। আরও একটি কেকে ছিল ফেলুদার বিশেষ কোল্ট রিভালবার। তাতে ছিল ফেলুদার নাম লেখা। অন্যদিকে, সন্দীপ রায়ের কেকে ছিল ক্ল্যাপস্টিকের ছবি। কেক কেটে একে অপরের মুখে তুলে দেন সবাই। ইন্দ্রনীল ও সন্দীপ রায় ছাড়াও ছিলেন আয়ুষ ও অভিজিৎ ও ছবির অন্যান্য কলাকুশলীরা।


এর আগে, এবিপি লাইভের সঙ্গে সন্দীপ রায়ের সঙ্গে জন্মদিন উদযাপনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সব্যসাচীও। তিনি বলেছিলেন, সাধারণত জন্মদিন তিনি পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন। তবে একবার তাঁর জন্মদিন পড়েছিল শ্যুটিংয়ের মধ্যে। তখন সন্দীপ রায়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। 


 






আরও পড়ুন: Madhumita Sircar: শ্যুটিংয়ের ফাঁকেই মধুমিতার পাহাড়-ভ্রমণ, ছবি শেয়ার করতে প্রশংসার সঙ্গে ধেয়ে এল কটাক্ষও