কলকাতা: গ্যাংটকে হাজির 'টিম ফেলুদা'। কলকাতায় ঠাণ্ডার যাতায়াত থাকলেও পাহাড়ি এলাকায় জমিয়ে শীত। পরিচালকের সঙ্গে সেখানেই পৌঁছে গিয়েছেন ফেলুদা আর তোপসে। থুড়ি পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) ও ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। এছাড়াও রয়েছে রুদ্রনীল সেনগুপ্ত (Rudraneil Sengupta), ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) ও অন্যান্য অভিনেতারা। আর রয়েছেন তাঁদের কাণ্ডারী অরিন্দম শীল (Arindam Shil)।
জিফাইভ ওয়েব প্ল্যাটফর্মের জন্য নতুন ওয়েব সিরিজ বানাচ্ছেন অরিন্দম। তাঁর সিরিজে মুখ্যচরিত্রে রয়েছেন পরমব্রত। একসময় তোপসের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতাকে, কিন্তু এবার তিনি নিজেই ফেলুদা। ছবি শেয়ার করে অরিন্দম ভাগ করে নিয়েছেন শ্যুটিংয়ের খুঁটিনাটি।
আরও পড়ুন: Actor Sonu Sood: ফের ত্রাতা সোনু সুদ, এবার প্রাণ বাঁচালেন সহযাত্রীর
কলকাতায় ঠাণ্ডার ওঠাপড়া থাকলেও পাহাড়ি শহরে বেশ ঠাণ্ডা। অরিন্দম জানাচ্ছে, তাপমাত্রা বড়জোর ৩ থেকে ৪ ডিগ্রি হবে। সেই মতো সবার গায়েই দেখা যাচ্ছে শীতপোশাক। কিন্তু তার মধ্যেও কাজকে উপভোগ করছেন সবাই, একথাই জানিয়েছেন পরিচালক। এখনও এই সিরিজ মুক্তির দিন নিয়ে চূড়ান্ত হয়নি। জি ফাইভের ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে এই ছবি।