মুম্বই: ছবি নিয়ে এখনও মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের মধ্যে, তবে তার কোনও প্রভাবই নেই বক্স অফিসে । রোজ লাফিয়ে বাড়ছে 'ব্রহ্মাস্ত্র' ছবির লক্ষ্মীলাভ । অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ও আলিয়া ভট্ট (Alia Bhatt), রণবীর কপূর (Ranbir Kapoor) অভিনীত ছবি 'ব্রহ্মাস্ত্র' পার করে ফেলল ৭ দিন । ১ সপ্তাহ । 


আজ সোশ্যাল মিডিয়ায় পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, গোটা বিশ্বে ব্রহ্মাস্ত্র ছবিটি ব্যবসা করেছে ৩০০ কোটির বেশি । দীর্ঘদিন ধরে এই ছবির অপেক্ষায় ছিলেন দর্শকেরা ।


আরও পড়ুন: Rashmika Mandanna: 'এই গানটা প্রথমবার শুনেই মনে হয়েছিল..' 'গুডবাই'-এর নতুন গান নিয়ে কী বললেন রশ্মিকা?


ভারতীয় ইন্ডাস্ট্রির 'বিগ বাজেট' ছবিগুলির ছবিগুলির অন্যতম এই ছবি । খরচ পড়েছে মোট ৪০০ কোটি টাকা । তিন পর্বে তৈরি এই ছবির প্রথম ভাগ মুক্তি পেয়েছে । পরবর্তী ছবির নামও ঘোষণা হয়ে গেছে। শোনা যাচ্ছে সেই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহকে । কর্ণ জোহর এই ছবির সহ প্রযোজক । 


অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রথম দিনেই ৩৬ কোটি টাকার ব্যবসা করেছিল । এই বছরের মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে সবচেয়ে বেশি লাভ করা ছবি এটি । 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি', 'ভুল ভুলাইয়া ২', 'দ্য কাশ্মীর ফাইলস'-এর পর এটি বক্স অফিসে দাগ কাটার মতো চতুর্থ ছবি । ব্রহ্মাস্ত্র ছবিতে গ্রাফিক্স ও ভিএফএক্সের ব্যবহার রয়েছে । উন্নত এই গ্রাফিক্সের কাজ দেখার আকর্ষণেও সিনেমাহলে যাচ্ছেন দর্শকেরা- । সেইসঙ্গে আলিয়া ও রণবীরের রসায়ন তো রয়েছেই ।