কলকাতা: ফের পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ঘিরে চোর চোর স্লোগান উঠল আদালতের বাইরে। এদিন নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই (CBI) হেফাজত হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। তারপর তাকে আদালত থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন আদালত থেকে বেরনোর সময়েই তাঁকে দেখে উপস্থিত কয়েকজন সাধারণ মানুষ 'চোর চোর' বলে স্লোগান দিতে থাকেন। যতক্ষণ পার্থকে দেখা গিয়েছে ততক্ষণই অনবরত 'চোর চোর' স্লোগান দিতে থাকেন তাঁরা।


এটাই প্রথম নয়:
একসময়ে দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা। রাজ্যের মন্ত্রীও ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতিতে তিনিই গ্রেফতার হয়েছেন। তাঁকে ইডি গ্রেফতার করেছিল। সেই সময়েই ধৃত পার্থকে দেখে 'চোর চোর' স্লোগান উঠেছিল। একবার স্বাস্থ্য় পরীক্ষার জন্য ওড়িশার ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছিল পার্থকে। সেখানেও পার্থকে দেখে বিক্ষোভ হয়েছিল। 


পার্থকে জুতো:
শুধু 'চোর চোর' নয়। পার্থকে জুতো ছুড়ে মারা হয়েছিল। জোকা ইএসআই হাসপাতালে পার্থকে লক্ষ্য করে জুতো ছুড়ে মেরেছিলেন এক মহিলা। যদিও পার্থর গায়ে লাগেনি জুতো। নিরাপত্তা ছিল আঁটোসাঁটো । অন্যদিনের থেকে বেশিই ছিল নিরাপত্তা ব্যবস্থা। তারই মধ্যে জুতো উড়ে এসেছিল প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে। জোকা ইএসআই (ESI )থেকে নিয়মমাফিক মেডিক্যাল টেস্ট সেরে বেরোচ্ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee )  হুইল চেয়ারে চড়ে। চারপাশে ঘিরে ছিলেন কেন্দ্রীয় জওয়ানরা। তার ফাঁকগলেই প্রাক্তন মন্ত্রীর দিকে জুতো ছুড়ে মেরেছিলেন এক মহিলা। তিনি সেখানে চিকিৎসার জন্যই এসেছিলেন। ক্ষোভ উগরে দেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ‘আমি ওঁকে জুতো মারতে এসেছি ... মেরে খালি পায়ে ঘরে যাচ্ছি। গরিব মানুষের টাকা নিয়ে ফ্ল্যাট কিনেছেন। ওঁকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে আসবেন’।


এবার সিবিআই হেফাজত:
ইডি-র পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত পার্থ-কল্যাণময়ের সিবিআই হেফাজত। আদালতে খারিজ হয়ে গেল জামিনের আর্জি, সিবিআই হেফাজতে গেলেন পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজত হয়েছে।


সিবিআইয়ের সওয়াল:
এ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবি সিবিআইয়ের আইনজীবীর। |'এসএসসি নিয়োগ দুর্নীতি বড়সড় ষড়যন্ত্র, মাস্টারমাইন্ড পার্থ-কল্যাণময়', জানালেন সিবিআইয়ের আইনজীবী। সূত্রের খবর, এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, 'আরও অনেক বড় অফিসার কেলেঙ্কারিতে জড়িত। ৪০০ অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, নিয়ম মানা হয়নি। নিয়োগ দুর্নীতিতে অনেকে জড়িত, খুঁজে বার করতে হবে।'


আরও পড়ুন: পুজোর আগে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫